নিয়মাবলী মোট প্রশ্ন সংখ্যা ৪০টি৷ একটি লিখিত রাউন্ড৷ সরাসরি প্রশ্ন/বোনাস ১০ পাউন্স ১০/-৫ পার্ট মার্ক আছে৷ কোনো প্রশ্নে ব্লক করা যাবেনা৷ আজকের জন্য ক্যুইজমাস্টারের সমস্ত তথ্য সঠিক বলে বিবেচিত হবে৷ মূলপর্বে টাই হলে বাছাই পর্বের নম্বরের ভিত্তিতে টাই ভাঙা হবে৷
Question 1. মুর্শিদাবাদের কাঞ্চনতলা গ্রামে ১৮৯৬ সালে জন্মগ্রহণ করেন। আদি নিবাস ছিল নদিয়া জেলার শিকারপুরে। স্থানীয় স্কুলে পড়া শেষ করে ভর্তি হন বহরমপুর কৃষ্ণনাথ কলেজে। এই কলেজ ছিল মাস্টারদা সূর্য সেন-সহ অগ্নিযুগের বহু বিপ্লবীদের আখড়া। কলেজে পড়াকালীন X অনুশীলন সমিতিতে নাম লেখান৷ ১৯১৮ সালের ১৫ জুন পুলিশের সঙ্গে গুলিতে মারাত্মক আহত অবস্থায় গ্রেপ্তার হন। ১৬ জুন ঢাকা জেলেই তিনি বীরের মৃত্যু বরণ করেন। কে এই বিপ্লবী? স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে কীভাবে তিনি প্রথম হিসেবে স্মরণীয়?
Answer
Question 2. X এর বিখ্যাত চিত্রকর্ম ( ১৯৩১ ) Y অনুকরনে Z একটি কার্টুন আঁকেন৷ এবছর ১৪ই এপ্রিল প্রচন্ড দাবদাহের মধ্যে Z সেই কার্টুনটি সোশ্যালমিডিয়ায় পোস্ট করেন৷ নেটিজেন দ্বারা প্রশংসিত হয় সেটি, এবং নেটিজেনরা মন্তব্য করেছিলেন, ' When __ Met __.’ X ও Z কারা? Y কোন বিখ্যাত চিত্রকর্ম?
Answer Salvador Dali The Persistence of Memory Mahfuz Ali
Question 3. ১৯৯৫ সালে X সিনেমার মধ্য দিয়ে বলিউডে Y এর অভিষেক ঘটে। সে বছর ফিল্মফেয়ার শ্রেষ্ঠ পুরস্কার পান। এই ছবিতে অভিনয়ের পর Y জনপ্রিয়তার শিখরে পৌছে যান। তার ক্যারিয়ারের এক দশক পার হতে না হতেই ফের একই নামের সিনেমার অফার পান। ২০০৫ সালে ফের তিনি X নামক সিনেমায় অভিনয় করেন৷ এই ছবি বক্সঅফিসে মুখ থুবড়ে পরে৷ একই নামের দু’টি সিনেমা, একটিতে রাতারাতি তারকা হন অন্যটিতে ক্যারিয়ার ধ্বংস হয় এই অভিনেতার৷ কোন সিনেমা এবং কোন অভিনেতা?
Answer
Question 4. ইনি একজন ইংলিশ ব্যাটার৷ ২০০৩ সালের ২২ শে ফেব্রুয়ারী , কেপটাউনে , অন্য কোন এক ব্যক্তির ঘটানো কোনো রেকর্ডের প্রতিপক্ষ ছিলেন ইনি৷ এই ব্যাটার কার প্রতিপক্ষ ছিলেন? কোন রেকর্ড?
Answer
Question 5. এই বিখ্যাত মানুষটিকে চিনুন৷
Answer
Question 6. এই পদবীর প্রথম অংশের মানে সবুজ পাতা যা কাশ্মীরি রান্নায় ব্যবহৃত হয়, এবং পরের অংশ হল এক ধরনের পোকা যা ঐ পাতা খায়৷ সাধারণভাবে মনে করা হয় এরা এসেছেন কাশ্মীর উপত্যকার বারামুল্লা জেলার একই নামের অঞ্চল থেকে৷ কোন পদবী?
Answer
Question 7. Id the Instrument .
Answer
Question 8. ২০০৭ সালে সোসাইটি অব এন্টিক নিউক্যাসলের সংগ্রহে থাকা প্রাচীন ছোট্ট একটি মুদ্রা জনসমক্ষে এলে X সম্পর্কে চর্চা শুরু হয়। X সম্পর্কিত যাবতীয় তথ্য নিয়ে প্রশ্ন ওঠে৷ মুদ্রায় অঙ্কিত X এর অবয়ব দেখে সাড়া পড়ে যায়। মুদ্রা অনুযায়ী X হলেন পুরুষালি এবং সুন্দরী নন । তবে X এর গুনমুগ্ধরা বলেছিলেন, এতে দোষ ছিল মুদ্রা নির্মানকারী শ্রমিকদের, যারা X কে হয়ত সেইভাবে দেখেননি৷ কার কথা বলা হল?
Answer
Question 9. সম্প্রতি নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানীরা তিনটি পৃথক নক্ষত্রের মধ্য দিয়ে প্রবাহিত শক্তি তরঙ্গগুলির একটি 3 D সিমুলেশন তৈরি করেন। গবেষকদের মতে, অধিকাংশ নক্ষত্রই একটি গ্যাসীয় গোলক। তাদের পিঠের দিকের অংশে প্লাজমা ঢেউয়ের মতো অবস্থা সৃষ্টি হয়। নক্ষত্র পৃষ্ঠের ওই ঢেউ দেখার জন্যেই বিজ্ঞানীরা একটি 3 D সিমুলেশন তৈরি করেন। আর এটা করতে গিয়েই প্লাজমা তরঙ্গকে শব্দ তরঙ্গে রূপান্তরিত করেন তাঁরা। এর পর মহাশূন্যে তারা তৈরী করেছিলেন একটি অতি জনপ্রিয় সুর৷ কীসের কথা বলা হল?
Answer
Question 10. Name the Movie .
Answer
Question 11. উত্তরপ্রদেশের আরাইলে অবস্থিত সোমেশ্বর মহাদেব মন্দির ৷ মন্দির প্রাঙ্গনে অবস্থিত ধর্ম দন্ডে লেখা আছে, '১৬৭৪ খ্রীষ্টাব্দে X মন্দির পরিদর্শন করেন এবং মন্দির সংস্কারের জন্য অর্থ ও জমি প্রদান করেন৷ ' যদিও এ নিয়ে বিতর্কের শেষ নেই৷ কে ছিলেন এই X?
Answer
Question 12. X এর কোন শারীরিক বর্ণনা পাওয়া যায় না। ফলে তার একাধিক কোনো ছবি পাওয়া যায়না৷ তার যে দুটি ছবি পরিচিত, তার একটি ১৬২৩ সালে প্রকাশিত First Folio তে প্রকাশিত ছবি এবং অন্যটি স্মৃতিসৌধে থাকা ভাস্কর্য। X কখনও তার প্রতিকৃতি তৈরি করিয়েছিলেন কিনা এমন কোন প্রমাণ নেই। Chandos Portrait হল সবচেয়ে বিখ্যাত প্রতিকৃতি যা X কে রুপায়িত করে৷ কোন প্রতিকৃতির কথা বলছি?
Answer William Shakespeare
Question ১৯২১ খ্রিষ্টাব্দে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ-এর সম্পাদনায় প্রকাশিত হয় 'বাঙ্গলার কথা' ৷ স্বদেশী লেখা প্রকাশের জন্য, ব্রিটিশ পুলিশ ১০ই ডিসেম্বর চিত্তরঞ্জন দাশ-কে গ্রেফতার করে৷ পত্রিকার হাল ধরেন তাঁর স্ত্রী বাসন্তী দেবী। বাসন্তী দেবী তাঁর পত্রিকায় একটি কবিতা পাঠানোর জন্য সুকুমাররঞ্জন দাশকে X এর কাছে পাঠান। X একটি কবিতা লিখে সুকুমাররঞ্জন দাশ-এর হাতে অর্পণ করেন। কোন কবিতা?
Answer
Question 14. Houston শহরে অবস্থিত এই জনপ্রিয় জায়গাটি পূর্বে Williams Waterfall এবং Transco Waterfall নামে পরিচিত ছিল৷ বর্তমানে এর নাম Gerald D. Hines Waterwall Park. নব্বইয়ের দশকের শেষ দিকে একটি জনপ্রিয় বলিউড গানের শ্যুটিং এখানে হয়েছিল৷ কোন গান?
Answer Video
Question 15. ১৯৮৬ তে ব্যালন ডি'ওর জয়ী হন এই ফুটবলার। পাশাপাশি ১৯৮৬ বিশ্বকাপে পান বোঞ্জ বল এবং চ্যাম্পিয়নস লীগের টপ স্কোরার হন। কে উনি ?
Answer
Question 16. শ্রীকান্ত একজন মধ্যবিত্ত পরিবারের মানুষ৷ সে তার পরিবার এবং কর্মক্ষেত্র নিয়েই ব্যস্ত থাকে৷ যদিও তার পরিবার তার কর্মক্ষেত্র সম্পর্কে অজ্ঞাত৷ কর্মজীবনে জাতীয় স্তরে পুরস্কৃত হয়েছেন৷ তার জীবন সম্পর্কে আমরা সকলে কমবেশী অবগত৷ ২০২১ সালে সীমা বিশ্বাস নামক বাস্তব চরিত্র এই ঘটনায় যুক্ত হওয়ায় তা বাঙালীর এক গর্বের বিষয় হয়ে দাঁড়ায়৷ কোন গর্বের কথা বলছি, যা একজন দীর্ঘমেয়াদী মানুষের হাত ধরে বহু পূর্বেই আমাদের বাংলায় ঘটতে পারত?
Answer
Question 17. রানী ভিক্টোরিয়া এবং প্রিন্স অ্যালবার্ট ১৮৪০ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন৷ রানী ভিক্টোরিয়ার হাত ধরেই পরবর্তীতে এক নতুন ট্রাডিশন শুরু হয়৷ যদিও সেই ঘটনা এই বিয়েতে প্রথমবার ঘটেনি৷ কিন্তু এই বিয়ের পর থেকেই সেটি বহুল জনপ্রিয় হয়৷ কোন ট্রাডিশন শুরু হয়েছিল?
Answer বিয়েতে সাদা রঙের পোশাক পরা
Question 18. ১৯৯৪ সালে জর্জ ফার্নান্ডেজ এবং নিতিশ কুমার একটি নতুন রাজনৈতিক দল গঠন করেন, সমতা পার্টি ( SAP). সমতা পার্টির হয়ে নিতিশ কুমার মুখ্যমন্ত্রীও নির্বাচিত হন৷ ২০২২ সালে, সমতা পার্টির প্রতীক মশাল অন্য একটি রাজনৈতিক দলকে বরাদ্দ করে ইলেকশন কমিশন৷ ফলে সমতা পার্টির জাতীয় সভাপতি উদয় মন্ডল দিল্লি হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেন৷ কিন্তু সেই মামলা খারিজ হয়ে যায়৷ বর্তমানে দলের প্রতীক মশাল, আবার একই নামে অন্য দলের প্রতীক ঢাল ও তলোয়ার৷ কোন রাজনৈতিক দল?
Answer
Question 19. ২০১৮ সালে নিউ ইয়র্কে একটি প্রদর্শনীতে The portrait of Edmond De Belamy নামক এই ছবিটি নিলামে তোলা হয়৷ ছবিটি ৪,৩২,৫০০ ডলারে বিক্রি হয়, যা ছিল নির্ধারিত মূল্যের ৪৩.৫ গুন৷ এই ছবিটির বিশেষত্ব কী ছিল?
Answer AI মাধ্যমে নির্মিত বিক্রি হওয়া প্রথম ছবি
Question 20. Name this Popular Embroidery .
Answer
Rules… মোট প্রশ্ন ৬টি৷ প্রতি প্রশ্নের মান ৫ ৬ X ৫=৩০ ৩টি প্রশ্নের পর থিমের উত্তর দিলে ২০ ৬টি প্রশ্নের পর থিমের উত্তর দিলে ১০ ফুলহাউস ১০ সর্বাধিক ৬০ নম্বর পাওয়া যেতে পারে৷ কোনো নেগেটিভ নেই৷
Question 1. সিনেমার নাম কী? গায়ক কে?
Question 2. সিভি নরসিমহান , জন্ম ১৯১৫ সালের ২১শে মে, মাদ্রাজে৷ মাদ্রাজ বিশ্ববিদ্যালয় এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করেন। কর্নাটকী সঙ্গীত বিশেষজ্ঞ। ১৯৬৫ সালে মহাভারতের একটি ইংরেজি অনুবাদ করেন। তিনি ভারতে কোন দিক থেকে প্রথম ?
Question 3. Gabriel Nicolas de la Reynie নামক এই ব্যক্তি প্রাচীন গ্রীক ও রোমান পুঁথি সংগ্রাহক ছিলেন এবং প্যারিসে তার নিজস্ব সংগ্রহশালা ছিল৷ ১৬৮০ সালে তিনি অন্য পেশায় যুক্ত হন৷ সেখানেও বেশ পারদর্শিতার ছাপ রেখেছিলেন৷ এনাকে বলা হয় আধুনিক ___ এর জনক৷ কীসের কথা বলছি?
Question 4. ঝাড়গ্রাম স্টেশন থেকে কিছু দূরেই অবস্থিত 'খোয়াব গাঁ'৷ ১৩টি লোধা, শবর আদিবাসী পরিবারের বাস। ২০১৮ সালে শিল্পী মৃণাল মণ্ডল ও তাঁর চালচিত্র একাডেমি গ্রামের মাটির দেওয়ালে ফুটিয়ে তুলেছিল অপরূপ সব শিল্পকর্ম । সাহিত্যিক শিবাজী বন্দ্যোপাধ্যায় এই গ্রামের নাম দিয়েছিলেন খোয়াব গাঁ৷ প্রশ্ন হল এই গ্রামের পূর্ব নাম কী?
Question 5. Prem Geet, Gulaami , Satyameva Jayate প্রভৃতি সিনেমার অভিনেত্রী অনিতা খুরানা তার জীবনের বেশীরভাগ সিনেমায় ধর্মেন্দ্র এর সঙ্গে অভিনয় করেছেন৷ এনার বাবা বলিউডের একজন বিখ্যাত অভিনেতা, যার নামে একটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে৷ কোন অভিনেতা? কোন রেকর্ড?
Question 6. বাংলাদেশী বংশোদ্ভুত কানাডিয়ান নাগরিক ডেভিড অ্যাডামস এর লেখা The Black Sheep of 1971 বইটি আমরা কোথায় দেখেছি?
Question 1. সিনেমার নাম কী? গায়ক কে?
Answer
Question 2. সিভি নরসিমহান , জন্ম ১৯১৫ সালের ২১শে মে, মাদ্রাজে৷ মাদ্রাজ বিশ্ববিদ্যালয় এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করেন। কর্নাটকী সঙ্গীত বিশেষজ্ঞ। ১৯৬৫ সালে মহাভারতের একটি ইংরেজি অনুবাদ করেন। তিনি ভারতে কোন দিক থেকে প্রথম ?
Answer
Question 3. Gabriel Nicolas de la Reynie নামক এই ব্যক্তি প্রাচীন গ্রীক ও রোমান পুঁথি সংগ্রাহক ছিলেন এবং প্যারিসে তার নিজস্ব সংগ্রহশালা ছিল৷ ১৬৮০ সালে তিনি অন্য পেশায় যুক্ত হন৷ সেখানেও বেশ পারদর্শিতার ছাপ রেখেছিলেন৷ এনাকে বলা হয় আধুনিক ___ এর জনক৷ কীসের কথা বলছি?
Answer Police founder of the Prefecture of Police , the first uniformed police force in the world
Question 4. ঝাড়গ্রাম স্টেশন থেকে কিছু দূরেই অবস্থিত 'খোয়াব গাঁ'৷ ১৩টি লোধা, শবর আদিবাসী পরিবারের বাস। ২০১৮ সালে শিল্পী মৃণাল মণ্ডল ও তাঁর চালচিত্র একাডেমি গ্রামের মাটির দেওয়ালে ফুটিয়ে তুলেছিল অপরূপ সব শিল্পকর্ম । সাহিত্যিক শিবাজী বন্দ্যোপাধ্যায় এই গ্রামের নাম দিয়েছিলেন খোয়াব গাঁ৷ প্রশ্ন হল এই গ্রামের পূর্ব নাম কী?
Answer
Question 5. Prem Geet, Gulaami , Satyameva Jayate প্রভৃতি সিনেমার অভিনেত্রী অনিতা খুরানা তার জীবনের বেশীরভাগ সিনেমায় ধর্মেন্দ্র এর সঙ্গে অভিনয় করেছেন৷ এনার বাবা বলিউডের একজন বিখ্যাত অভিনেতা, যার নামে একটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে৷ কোন অভিনেতা? কোন রেকর্ড?
Answer
Question 6. বাংলাদেশী বংশোদ্ভুত কানাডিয়ান নাগরিক ডেভিড অ্যাডামস এর লেখা The Black Sheep of 1971 বইটি আমরা কোথায় দেখেছি?
Answer
Question 21. Id the Episode .
Answer
Question 22. Altina Schinasi ছিলেন একজন আমেরিকান অভিনেত্রী, ডিজাইনার, ভাস্কর এবং আবিস্কারক৷ তিনি পিটার কপল্যান্ডে জানালা ডিজাইনার হিসেবে কাজ শুরু করেন, যেখানে তিনি সালভাদর ডালির সাথে কর্মরত ছিলেন৷ ২০২৩ সালের ৪ঠা আগষ্ট গুগল ডুডল তাকে সন্মানিত করেছিল তার এক বিখ্যাত আবিষ্কারের জন্য৷ কী সেই আবিষ্কার ?
Answer
Question 23. ২০০৮ সালের ১৩-১৬ই সেপ্টেম্বর সমলয় সংগঠন নন্দনে সাত দিনব্যাপী শক্তি সামন্ত চলচ্চিত্র রেট্রোস্পেক্টিভ আয়োজন করেছিল। শক্তি সামন্ত, শাম্মি কাপুর , আশা পারেখ সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন৷ উদ্বোধনের দিন শাম্মি কাপুর যখন বক্তৃতা দিতে শুরু করেন, তখন দর্শকদের মধ্যে থেকে একজন মহিলা 'ইয়াহু ' বলে চেঁচিয়ে ওঠেন৷ শাম্মি কাপুর মহিলা কন্ঠে 'ইয়াহু' বেশ অবাক হয়ে যান৷ ব্যাপারটা বোঝার জন্য মাইকে অনুরোধ করেন যিনি 'ইয়াহু' ডাকটা দিয়েছেন তাকে উঠে দাঁড়াতে৷ সারা প্রেক্ষাগৃহকে অবাক করে সেদিন উঠে দাঁড়িয়ে ছিলেন একজন বাঙালি অভিনেত্রী৷ কে ছিলেন সেই অভিনেত্রী?
Answer
Question 24. দশ হাজার বছর পূর্বের গুহাচিত্রে X সম্পর্কে ধারনা পাওয়া যায়৷ চার হাজার বছর পূর্বে প্রাচীন মিশরে, মিশরীয়দের উৎসবের অঙ্গ ছিল এটি৷ প্রাচীন তামিল মহাকাব্য শিলাপ্পাদিকরম এ এর উল্লেখ রয়েছে৷ ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম একটি বলিউড সিনেমাতে প্রধান নায়িকা চরিত্রকে এটি করতে মানা করা হয়েছিল৷ যদিও তিনি মৃত্যুর আগে পর্যন্ত এটি করার পণ নিয়েছিলেন৷ আবার ২০২১ সালে একটি কাজটি করতে অনুরোধ করা হয়েছিল জাতীয় পুরস্কার প্রাপক এক বাঙালীকে৷ ঘটনা দুটি কী কী?
Answer Video
Question 25. ২০০৪ সালে ফ্রেঞ্চ ওপেন জয়ী ইনি৷ কোন টেনিস খেলোয়াড় ? তিনি কোন দেশের?
Answer Gaston Gaudio Argentina
Question 26. ভগবানদাস বগলা ছিলেন প্রথম মারোয়ারী কোটিপতি৷ রাজস্থানের বাসিন্দা এই ভদ্রলোক ব্যবসা সূত্রে বার্মা চলে যান এবং রেঙ্গুনে বসতি স্থাপন করেন। অ্যাংলো-বার্মিজ যুদ্ধের সময় তিনি একজন সামরিক সরবরাহকারী এবং ঠিকাদার হয়েছিলেন, তিনি বার্মায় বেশ কয়েকটি রাস্তা, সেতু ইত্যাদি নির্মাণ করেছিলেন। ১৮৯০ সালে তিনি 'রায় বাহাদুর ' উপাধি পান। ইনি কোন জিনিসকে বাংলা তথা বাংলার বাইরেও জনপ্রিয় করেছিলেন?
Answer
Question 27. Edwin Thumboo ১৯৭৯ সালে তার ' Ulysses by the X ' কবিতার মাধ্যমে X কে বর্ননা করেছেন। Gwee Li Sui এর লেখা Myth of the Stone ( ১৯৯৩) গ্রাফিক নভেলে X কে শান্ত এবং জ্ঞানী প্রাণী হিসাবে বর্ণনা করেছেন, যারা ভালোর পক্ষে লড়াই করেছিল এবং ভয়ঙ্কর ক্র্যাকেনকে পরাস্ত করেছিল। কীসের কথা বলা হল?
Answer
Question 28. সারা বিশ্বের IT বিশেষজ্ঞরা কিছুতেই সন্ধান পাচ্ছিলেন না যে একটি নির্দিষ্ট সময়ে বিশ্বব্যাপী ইন্টারনেট স্লো কেন হয়ে যায়৷ তারা সমীক্ষা করে জানতে পারেন যে এর পিছনে রয়েছে কোটি কোটি ভারতীয় । মজার বিষয় যে, দক্ষ হ্যাকাররাও ইন্টারনেট ব্লক করতে অনেক মস্তিষ্ক প্রয়োগ করেন। কিন্তু ভারতীয়দের একটি নিয়মিত অভ্যাস নির্দিষ্ট সময়ের জন্য ইন্টারনেট ব্লক করে দিচ্ছে। ভারতে গত ৫ বছরে এই ধরনের লোকের সংখ্যা ১০ গুণ বেড়েছে। এর কারণ কী?
Answer Whatsapp এ Good Morning বার্তা পাঠানো
Question 29. সুফিদের এই প্রার্থনা পদ্ধতিকে Whirling বলা হয়৷ এটি UNESCO Intangible Cultural Heritage. এই Whirling ক্ষেত্রে একটি বিশেষ জ্যামিতিক আকার লক্ষ্য করা যায়, যা তিব্বতের বৌদ্ধদের ধর্মীয় অনুসঙ্গ হিসেবে শুরু হওয়া একটি আর্টের ক্ষেত্রে দেখা যায়৷ কী নাম?
Answer
Question 30. Id the Actor .
Answer
Question 31. বলা হয় এই অ্যালবামটি থেকে মাইকেল জ্যাকসনের নাচের স্টেপগুলি একটি বলিউড গানে হুবহু কপি করা হয়েছিল৷ কোন গান? সিনেমার নাম কী?
Answer
Question 32. X Island হল ব্রুকলিনের নিউ ইয়র্ক সিটির দঃ-পঃ অংশের এলাকা। এই দ্বীপের নামের উৎপত্তি নিয়ে বিতর্ক রয়েছে, তবে এলাকাটি মূলত গ্রেভসেন্ডের ঔপনিবেশিক শহরের অংশ ছিল। ১৯ শতকের শেষের দিকে এই স্থানে বিনোদন পার্ক নির্মিত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জনপ্রিয়তা হ্রাস পায়৷ নামটি শুনলে মনে হবে জনৈক কোনো ব্যক্তি কাউকে লড়াই করতে উদ্বুদ্ধ করছেন ৷ কী নাম এই দ্বীপের ?
Answer
Question 33. Malapropism এক ধরনের কথন ত্রুটি যা বেশিরভাগ ক্ষেত্রে অযৌক্তিক বা হাস্যকর৷ বক্তা কোন বিষয় বোঝাতে গিয়ে এমন কিছুর উপস্থাপনা করেন যা অসামঞ্জস্যপূর্ণ৷ বেশিরভাগ সময় বক্তা অজান্তে বা ইচ্ছাকৃত ভাবে এটি করেন যাতে অন্যের মনোযোগ আকর্ষিত হয় বা কৌতুক পরিবেশ সৃষ্টি হয়৷ USA তে ক্রিমিনোলজি নিয়ে পড়াশোনা করা এক বাঙালীর ক্ষেত্রে এই Malapropism আমরা দেখতে পাই৷ কে এই বাঙালী?
Answer Video
Question 34. পাকিস্তান , আফগানিস্তান এবং নাইজেরিয়াতে X এখনও একটি মহামারী রোগ৷ পাকিস্তানে ১৯৮৮ সালে প্রায় সাড়ে তিন লক্ষ ব্যক্তি X আক্রান্ত হয়েছিল৷ সরকারীভাবে ভ্যাক্সিনেশন শুরু হলে ২০১৪ সালে সেই সংখ্যা দাঁড়ায় ৩০৬ জন৷ ২০১৯ সালে ৪১ জন আক্রান্ত হলে আবার ভ্যাক্সিনেশন শুরু হয়৷ কিন্তু ৮% মানুষ সরাসরি তা নিতে অস্বীকার করে, কিছু মানুষ নিতে আগ্রহী হয়৷ কিন্তু একদল মানুষ ভ্যাক্সিনেশনে অংশগ্রহন করেনা, অথচ সমীক্ষায় দেখা যায় তারা অংশ নিয়েছে৷ যা এক বিরাট সমস্যার কারন হয়ে দাঁড়ায়৷ কোন রোগ? ভ্যাক্সিনেশন থেকে বাঁচতে কোন উপায় বের করেছিল তারা?
Answer পোলিও পোলিও টিকা না নিয়ে আঙুলে নিজেরা দাগ দিত
Question 35. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাক্সিনোলজি প্রফেসর সারা গিলবার্ট , ব্রাজিলের বায়োকেমিক্যাল গবেষক জ্যাকলিন জিসাস , অস্ট্রেলিয়ার ডাঃ কিরবি হোয়াইট , কানাডার ফিজিসিয়ান চিকা ওরিউয়া , যুক্তরাস্ট্রের অ্যামি ও'সুলিভান এবং অড্রে ক্রুজ নামক দুই স্বাস্থ্যকর্মী৷ করোনা মহামারীর সময়কালে তাদের লড়াই সবাইকে অনুপ্রানিত করেছিল৷ এই ৬ জন ফ্রন্টলাইন যোদ্ধাকে মহামারী শেষে এক বিশেষভাবে সন্মানিত করা হয়েছিল, যাতে সমগ্র বিশ্ব তাদের মনে রাখে৷ কীভাবে তাদের সন্মানিত করা হয়েছিল?
Answer
Question 36. হোমারের ওডিসি অনুযায়ী রাজা লেয়ারটিজ বাগানে পায়চারী করার সময় কাঁটাজাতীয় গাছ থেকে আহত হওয়া আটকাতে এটি ব্যবহার করতেন৷ ১৩ শতকে মহিলারা লিনেন এবং সিল্কের তৈরী X ব্যবহার করতেন ফ্যাশন অলংকার হিসেবে৷ ১১৮৯ খ্রীষ্টাব্দে ইংল্যান্ডের দ্বিতীয় হেনরিকে একটি সোনার মুকুট এবং X পরিহিত অবস্থায় সমাধিস্থ করা হয়েছিল৷ বর্তমানে বিভিন্ন ভাবে বহুল ব্যবহৃত কীসের কথা বলছি?
Answer
Question 37. লকডাউন পরবর্তী সময়ে Vans নামক কোম্পানীর জুতো জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছায়৷ কোম্পানীর বিক্রি ৭৮০০% বৃদ্ধি পায়৷ White Slip-on দিয়ে ইন্টারনেট সার্চ ৯৭% বেড়ে যায়৷ অথচ এই জনপ্রিয়তার পেছনে কোম্পানী এক টাকাও খরচ করেনি বা তাদের কোনো পরিশ্রম নেই৷ ঐ বছর ৪৫৬ জোড়া জুতো ব্যবহার ছিল এর জনপ্রিয়তার মূল কারণ৷ কারন কী?
Answer
Question 38. ইনি একজন হকি বিশ্বকাপ জয়ী খেলোয়াড়৷ জিতেছেন অলিম্পিক মেডেল৷ তাঁর নামের সঙ্গে জড়িত একাধিক সন্মান৷ একটা গোটা সম্প্রদায়কে তিনি সন্মানের জায়গায় নিয়ে গিয়েছিলেন৷ তাকে অনুসরন করেই, এক গোটা সম্প্রদায় খেলার দুনিয়াতে প্রবেশ করে৷ এনার নামে স্টেডিয়াম রয়েছে৷ কি নাম এনার?
Answer Micheal Kindo
BEFORE THE LAST 2 A SHORT REVIEW PLZ
Question 39. ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সুইং প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৮২ সালে৷ এই প্রতিষ্ঠানের বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছিল৷ সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৎকালীন সময়ের বোম্বের একজন বিখ্যাত সংগীতশিল্পী৷ সব টিকিট বিক্রি হয়ে যায়৷ অনুষ্ঠানের দিন সেই শিল্পী মঞ্চে উঠে দর্শকদের নমস্কার বলে সম্বোধন করেছিলেন৷ এবং তিনি একটি বাংলা গান গেয়েছিলেন৷ কে ছিলেন সেই শিল্পী? কোন গান তিনি গেয়েছিলেন?
Answer Video
Question 40. ২০০৯ সালে জিৎ অভিনীত একটি সিনেমায় একটি গান নতুনভাবে ব্যবহৃত হয়েছিল৷ নতুন গানটি লিখেছিলেন প্রিয় চট্টোপাধ্যায় এবং সুরকার জিৎ গাঙ্গুলী৷ গানের মুখরার তিনটি শব্দ অতীতে একজন নায়িকার উপর চিত্রিত হয়েছিল৷ তিনটি শব্দ বা গানটি কী? মূল সিনেমার নাম কী?