MEANING, IMPORTANCE AND TYPES OF TEACHING AIDS IN BENGALI

MONDALMONDAL 3,246 views 8 slides Apr 12, 2017
Slide 1
Slide 1 of 8
Slide 1
1
Slide 2
2
Slide 3
3
Slide 4
4
Slide 5
5
Slide 6
6
Slide 7
7
Slide 8
8

About This Presentation

IN BENGALI


Slide Content

তত্বাবধান - এ সেখ আশরাফুল ইসলাম আনসারি অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর

শিক্ষাসহায়ক উপকরণ হল সেই সমস্ত উপকরন যেগুলি শিক্ষাকে সহজতর করে তোলে। অর্থাৎ শিক্ষক, শিক্ষাকে সহজ ভাবে প্রদান করার জন্য যেসব উপকরনের সাহায্য নেই তাকেই শিক্ষাসহায়ক উপকরণ বলা হয়ে থাকে । শিক্ষাসহায়কের অর্থ/ meanning of teaching aids

১ প্রেরনা (special motivation) । ১ ব্যাখ্যা। ১ আত্মবিশ্বাস। ১ শব্দ ভাণ্ডার বৃদ্ধি করে ৪ সময় এবং অর্থ সঞ্চয়। ১ শ্রেণীকক্ষ জিবন্ত এবং সক্রিয় করে তোলে। ৬ নিষ্প্রভতা এড়াতে সাহায্য করে। (avoid dullness) ২ সরাসরি অভিজ্ঞতা। ০ ধারনা খমতার বৃদ্ধি। ৩ চিন্তা শক্তি বিকসিত হয়। ৪ ধারনা সঙ্গত শিক্ষা। ৫ আগ্রহ বৃদ্ধি করে। ৬ স্থায়ী শীক্ষা। ৭ সরাসরি অভিজ্ঞতা প্রদান।( DIRECT EXPRIENCE) শিক্ষাসহায়কের প্রয়জনীয়োতা / IMPORTANCE OF TEACHING AIDS

১ দৃষ্টি- নির্ভর উপকরণ । (VISUAL AIDS) ২ শ্রুতি- নির্ভর উপকরণ। (audio aids) ৪ দৃষ্টি ও শ্রুতি- নির্ভর উপকরণ । ( audio-visual) শিক্ষাসহায়ক উপকরণের শ্রেণীবিভাগ

দৃষ্টি- নির্ভর উপকরণ যে সব উপকরণের আবেদন প্রধানত শিশুর দৃষ্টি শক্তির উপর সেগুলি হল দৃষ্টি নির্ভর উপকরণ। যেমন - ব্ল্যাকবোর্ড, ছবি, মডেল ,চার্ট, নক্সা, ম্যাজিক কার্ড, ফিল্ম প্রজেক্টর প্রভৃতি।

শ্রুতি নির্ভর উপকরণ যেসব উপকরণের আবেদন প্রধানত শিশুর শ্রবনশক্তির কাছে সেগুলি হল শ্রুতিনিরভর উপকরণ। যেমন- রেডিও, গ্রামোফোন, টেপ- রেকর্ডার, প্রভৃতি ।

দৃষ্টি ও শ্রুতি- নির্ভর উপকরণ এমন কতকগুলি উপকরণ আছে যেগুলি একই সাথে দৃষ্টি- নির্ভর এবং শ্রুতি নির্ভর, সেগুলিকে দৃষ্টি ও শ্রুতি নির্ভর উপকরণ বলা হয়। যেমন – সবাক চলচিত্র, টেলিভিশন, বিতর্ক, আভিনয়, আবৃত্তি, গান, প্রভৃতি।
Tags