RULES Total 20 Questions in Final. 2 Written Rounds. 10/0 for Direct/Bonus. 10/-5 for Pounce. Part Marks available. Quiz Master’s decision is final. Best of Luck.
Written round 1 School Quiz | Environmental Quiz QM: Sourav Kr Podder | +91 8101363454
rules 5 WWF (World Wide Fund for Nature) advertisement. Identify the Theme/ Subject. 5X5= 25 +5 for Full House. Total 30 Marks. Time 2 minutes. No Negative. QM: Sourav Kr Podder | +91 8101363454 School Quiz | Environmental Quiz
Global Warming Not using animal derived products Plastics Problem Save Tree, Save Paper The decreasing number of Lions in India QM: Sourav Kr Podder | +91 8101363454 School Quiz | Environmental Quiz
Q 1. মাওলাইনং ( Mawlynnong ), মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পাহাড় জেলার একটি গ্রাম। গ্রামটি শিলং থেকে ভারত-বাংলাদেশ সীমান্ত বরাবর ৯০ কি.মি দূরত্বে অবস্থিত। এটি 'বরাক উপত্যকার প্রবেশদ্বার' হিসেবে পরিচিত। মাতৃপ্রধান এই গ্রামটি ভারত তথা এশিয়াতে কোন বিষয়ে প্রথম? QM: Sourav Kr Podder | +91 8101363454 School Quiz | Environmental Quiz
Q 2. হিরোশিমায় পারমাণবিক বোমা হামলায় শহরটিকে ধ্বংসস্তুপে পরিণত করেছিল। হিরোশিমার পোড়া মাটিতে প্রথম ফুল হিসেবে ফুটেছিল Nerium Oleander. যা শহরটির বাসিন্দাদের কাছে বাঁচার শক্তি এবং আশার প্রতীক হয়ে ওঠে। আমরা কী নামে চিনি ফুলটিকে? QM: Sourav Kr Podder | +91 8101363454 School Quiz | Environmental Quiz
Q 3. যমুনা টুডু একজন ভারতীয় পরিবেশ কর্মী। তিনি এবং আরও পাঁচজন মহিলা তাঁদের গ্রামের কাছে অবৈধভাবে গাছ কাটা রোধ করেছিলেন এবং পরে তাঁরা একটি একটি সংগঠন তৈরি করেন। তিনি বন সুরক্ষা সমিতি'র প্রতিষ্ঠাতা, এই সমিতি ঝাড়খণ্ডে অবৈধ গাছ কাটা রোধ করে। ঝাড়খণ্ডে কাঠ মাফিয়া এবং নকশালদের মোকাবিলা করার জন্য তাঁকে কী নামে ডাকা হয়? QM: Sourav Kr Podder | +91 8101363454 School Quiz | Environmental Quiz
Q 5. ফিলিপাইন প্রদেশের বোহলের এই পাহাড়গুলি প্রায় ৫০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। ইম্পেরেটা সিলিন্ড্রিকা এবং স্যাকারাম স্পন্টেনিয়ামের মতো ঘাসের প্রজাতি এখানে প্রচুর দেখা যায়। এই ঘাসগুলি শুষ্ক মৌসুমে শুকিয়ে বাদামি রঙের হয়ে যায়, যে কারণে এই পাহাড়গুলোকে বিশেষ নামে ডাকা হয়। কী নাম এই পাহাড়গুলির ? QM: Sourav Kr Podder | +91 8101363454 School Quiz | Environmental Quiz
Q 6. ২০২৪ সালে জনপ্রিয় কোম্পানি Tropicana তাদের বিজ্ঞাপনে A ও I এই অক্ষর দুটি বাদ দেয়। তাদের এই বিজ্ঞাপনের কারণ কী ছিল? QM: Sourav Kr Podder | +91 8101363454 School Quiz | Environmental Quiz
No Artificial Ingredients School Quiz | Environmental Quiz QM: Sourav Kr Podder | +91 8101363454
Identify the Location. QM: Sourav Kr Podder | +91 8101363454 School Quiz | Environmental Quiz Q 7.
Q 8. তামিলনাড়ুর দম্পতি দীনেশ এসপি ও জানগা নন্দিনী, তাঁদের মেয়ে আদাভি'র জন্মের পূর্বে ৬,০০০ ফলজ গাছ রোপণ করেন। ২০২৫ সালে ১০ লক্ষ গাছ লাগানোর লক্ষ্য মাত্রা তাদের। তাদের মেয়ের সঙ্গেই বেড়ে উঠবে গাছগুলি। এই উদ্যোগের জন্য আদাভি এশিয়া বুক অব রেকর্ডস থেকে "বিশ্বের প্রথম _ _ শিশু" হিসেবে স্বীকৃতি পেয়েছে। কী সেই বিশেষ স্বীকৃতি? QM: Sourav Kr Podder | +91 8101363454 School Quiz | Environmental Quiz
Q 9. Saudi Arabia, Bahrain, Kuwait, Malta, Oman, Qatar, United Arab Emirates, Vatican City কীসের অনুপস্থিতি এই দেশগুলিকে Connect করে ? QM: Sourav Kr Podder | +91 8101363454 School Quiz | Environmental Quiz
Q 10. ওড়িশার ময়ূরভঞ্জ জেলার কাই চাটনি বেশ জনপ্রিয়। এই চাটনি তার ঔষধি এবং পুষ্টিগুণের জন্য এই অঞ্চলে বিখ্যাত। ২০২৪ সালের ২ জানুয়ারি এই সুস্বাদু চাটনিকে ভৌগোলিক নির্দেশক বা GI ট্যাগ দেওয়া হয়। মূলত আদিবাসী পরিবার গুলি এই চাটনি প্রধান উপকরণ সংগ্রহ করে সিমলিপাল জঙ্গল থেকে। প্রোটিন, ক্যালসিয়াম, জিঙ্ক ও ভিটামিন সমৃদ্ধ এই চাটনি কী দিয়ে তৈরি হয়? QM: Sourav Kr Podder | +91 8101363454 School Quiz | Environmental Quiz
Written round 2.0 School Quiz | Environmental Quiz QM: Sourav Kr Podder | +91 8101363454
rules 8 Green Cities In India. Make a list of 8 cities from its State. 8X3= 24 +6 for Full House. Total 30 Marks. No Negative. Time 2 Minutes. QM: Sourav Kr Podder | +91 8101363454 School Quiz | Environmental Quiz
states Punjab Karnataka (2) Gujarat Jharkhand Madhya Pradesh Assam Himachal Pradesh Kerala QM: Sourav Kr Podder | +91 8101363454 School Quiz | Environmental Quiz
Anti clock wise round School Quiz | Environmental Quiz QM: Sourav Kr Podder | +91 8101363454
Q 11. ১৯৭৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে Odd-Even Rule চালু হয়েছিল। ২০১৬ সালে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পরিবেশ দূষণ মূলত বায়ু দূষণ ও যানজট কমাতে এই নিয়ম আবার শুরু করেন। এই Odd-Even Rule কী? QM: Sourav Kr Podder | +91 8101363454 School Quiz | Environmental Quiz
ইনি একজন ভারতীয় ইঞ্জিনিয়ার, শিক্ষাবিদ এবং পরিবেশবিদ। ২০০৯ সালে একটি বাণিজ্যসফল বলিউড সিনেমার প্রধান চরিত্র এনার থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়। কে ইনি? কোন সিনেমার কোন চরিত্র? QM: Sourav Kr Podder | +91 8101363454 School Quiz | Environmental Quiz Q 12.
Q 13. অ্যাকটিনোমাইসেটিস ( Actinomycetes) এক ধরনের ফিলামেন্টাস ব্যাকটেরিয়া৷ ভেজা এবং উষ্ণ মাটিতে এই ব্যাকটেরিয়া জন্মায় এবং বংশবিস্তার করে৷ যখন মাটি শুকনো হয়ে যায়, তখন এই ব্যাকটেরিয়া বংশবিস্তারের জন্য তৈরি করে স্পোর৷ সেই স্পোর এরোসলের মতো ছড়িয়ে পড়ে চারদিকে৷ এই ব্যাকটেরিয়া নিজের শরীরে জিওসিন নামে বিশেষ এক ধরনের রাসায়নিক তৈরি করতে পারে৷ এর ফলে আমরা কোন বিশেষ অনুভূতি গ্রহণ করি? QM: Sourav Kr Podder | +91 8101363454 School Quiz | Environmental Quiz
Q 14. ২০১১ সাল থেকে প্রতি বছর আইপিএলে একটি বিশেষ কাজ করে টিম Royal Challengers Bengaluru. প্রকৃতির প্রতি যত্ন এবং আরও বেশি গাছ লাগানোর বার্তা দেওয়ার জন্যই এই পদক্ষেপ। কি সেই বিশেষ উদ্যোগ? QM: Sourav Kr Podder | +91 8101363454 School Quiz | Environmental Quiz
Q 15. তামিলনাডুর শিবগঙ্গা জেলায় অবস্থিত ভেত্তানগুড়ি দক্ষিণ ভারতের পুরোনো Birds Sanctuary এর মধ্যে একটি। এখানে শীতের শুরুতে প্রতিবছর কিছু ঘটে থাকে। যার কারণে গ্রামবাসীরা অনাড়ম্বর দীপাবলি উদযাপন করেন। কোনো শব্দবাজি তারা ব্যবহার করেন না। বিগত কয়েক বছর ধরে তারা এই শব্দবাজির ব্যবহার নিষিদ্ধ করেছে গ্রামে। দীপাবলির প্রাক্কালে বা শীতের শুরুতে কোন ঘটনার কারণে তারা এমন করে থাকে? QM: Sourav Kr Podder | +91 8101363454 School Quiz | Environmental Quiz
মহাকাশে এগুলির চাষ করা হয়েছিল। School Quiz | Environmental Quiz QM: Sourav Kr Podder | +91 8101363454
Q 18. আজ থেকে প্রায় ৩০০ বছর আগে রাজস্থানের মারওয়ার অঞ্চলে বনাঞ্চল রক্ষার জন্য X আন্দোলন গড়ে ওঠে। অমৃতা দেবী Y এই আন্দোলনে নেতৃত্ব দেন। পরিবেশ আন্দোলনের ধারায় এটি ভারতের মাটিতে ঘটা প্রথম ঘটনা। ভগবান বিষ্ণুর পূজারি Y সম্প্রদায় কয়েকশ বছর ধরে ২৯টি রীতি অক্ষরে অক্ষরে মানার চেষ্টা করে। আর সেই সব রীতির মূল কথা - প্রকৃতির সুরক্ষা, বৃক্ষ রক্ষা, জঙ্গলের প্রাণী রক্ষা। এই সম্প্রদায় Z প্রাণীকে পবিত্র হিসাবে গণ্য করে। তার পুজো করে। Z ভগবান শ্রীকৃষ্ণের রথ টানতো। X কোন আন্দোলন? Y কোন সম্প্রদায়? Z কোন প্রাণী? QM: Sourav Kr Podder | +91 8101363454 School Quiz | Environmental Quiz
Q 19. বিপন্ন প্রজাতির X পাখির সংরক্ষণে উল্লেখযোগ্য অবদানের জন্য হুইটলে অ্যাওয়ার্ড পেলেন অসমের পরিবেশবিদ পূর্ণিমাদেবী বর্মন। বিশ্বের ৬৬টি দেশের ১৬৬ জন সংরক্ষণকর্মীকে পিছনে ফেলে ওই পুরস্কার জিতে নিলেন তিনি। পুরস্কারটি কী নামে বেশি জনপ্রিয়? অসমে রয়েছে প্রায় আটশোটি X পাখির বাস। 'ভারতের পাখিমানব' প্রয়াত ডক্টর সেলিম আলি তাঁর লেখা দ্য বুক অফ ইন্ডিয়ান বার্ডস-এ এই পাখিকে কালো, ধূসর এবং নোংরা সাদা রঙের অশান্ত পাখি হিসাবে বর্ণনা করেছেন। ১৮৯৬ সালে কলকাতা পুরসভার প্রতীক থাকা এই পাখির বাংলা নাম কী? QM: Sourav Kr Podder | +91 8101363454 School Quiz | Environmental Quiz
প্রথম ভারতীয় বিজ্ঞাপন হিসেবে জাতীয় পুরস্কার পায় এই বিজ্ঞাপন। কাদের বিজ্ঞাপন এটি? QM: Sourav Kr Podder | +91 8101363454 School Quiz | Environmental Quiz Q 20.