জনসংখ্যা বিস্ফোরণ (Population Explosion).pptx

arihantbiswas516 8 views 16 slides Sep 16, 2025
Slide 1
Slide 1 of 16
Slide 1
1
Slide 2
2
Slide 3
3
Slide 4
4
Slide 5
5
Slide 6
6
Slide 7
7
Slide 8
8
Slide 9
9
Slide 10
10
Slide 11
11
Slide 12
12
Slide 13
13
Slide 14
14
Slide 15
15
Slide 16
16

About This Presentation

very good services


Slide Content

জনসংখ্যা বিস্ফোরণ (Population Explosion) By : Banamali mondal

B.ED 1 St SEMESTER (2022 – 2024) COURSE – 5 (1.1.5) TOPIC – POPULATION EXPLOSION STUDENT NAME : BANAMALI MONDAL CLASS ROLL – 42 METHOD SUBJECT – GEOGRAPHY GUIDED BY – PRIYANKA RAKSHIT

Introduction ভারত বর্তমান সময়ে যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে তার মধ্যে অন্যতম হলো জনসংখ্যা বিস্ফোরণ । এটি আমাদের দেশের সবচেয়ে গুরুতর সমস্যাগুলির মধ্যে একটি । 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনসংখ্যা ১.২ বিলিয়ন অর্থা ৎ ১২১ কোটির চেয়েও বেশি । জনসংখ্যার দিক থেকে চীন সবার শীর্ষে এবং ভারতবর্ষ দ্বিতীয় স্থান অধিকার করে রয়েছে । অতিরিক্ত জনসংখ্যা পরিবেশ ও অর্থনীতির ওপর বিরূপ প্রভাব ফেলে ।

জনসংখ্যার সামগ্রিক দৃশ্যকল্প পৃথিবীর বর্তমান জনসংখ্যা ৭.৫ বিলিয়নের চেয়েও বেশি । বিংশ শতাব্দীতে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে পূর্বের তুলনায় অনেক বেশি । ১৯৫০ – ১৯৯০ এর মধ্যে জনসংখ্যা ৫ বিলিয়ন অতিক্রম করেছে । ২০০০ সালে জনসংখ্যা ছিল ৬.১ বিলিয়ন অর্থা ৎ ৬১০ কোটি । জনসংখ্যা এইরকম ভাবে বৃদ্ধি হতে থাকলে আন্দাজ করা যাচ্ছে যে আগামী ১০০ বছরে জনসংখ্যা ৪ গুণ বেড়ে যাবে ।

ভারতীয় দৃশ্যকল্প 11 th মে 2000 অনুসারে ভারতে ১ বিলিয়ন জনসংখ্যা ছিল যা বিশ্ব জনসংখ্যার 16% এবং পৃথিবীর স্থলভাগের ২.৪% জনসংখ্যার এইরকম দ্রুত বৃদ্ধি অব্যাহত থাকলে ২০৪৫ সালের মধ্যে ভারত চীনকে ছাড়িয়ে বিশ্বের সবথেকে জনবহুল দেশ হয়ে উঠবে ।

ভারতের জনসংখ্যা বৃদ্ধির রেখাচিত্র

Significance of the topic জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষের জীবনে অন্ন , বস্ত্র , বাসস্থান , শিক্ষা,স্বাস্থ্য ব্যবস্থা জীবনের নিরাপত্তার ক্ষেত্রে প্রকট থেকে প্রকটতর সমস্যার সৃষ্টি হচ্ছে । এই সমস্ত সমস্যা সমাধানের জন্য জনসংখ্যার ভারসাম্য রক্ষা করা একান্ত প্রয়োজন । বিভিন্ন সামাজিক ও জাতীয় সমস্যা নিরাসনের প্রেক্ষাপটে শিক্ষা ক্ষেত্রে জনসংখ্যা শিক্ষার আবির্ভাব ঘটানো প্রয়োজন প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার করার জন্য জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণ করা একটি গুরুত্বপূর্ণ বিষয় । জীবনযাত্রার মান উন্নত করার জন্য এবং বিভিন্ন গ্রামীন এলাকায় শিক্ষার আলো পৌঁছানোর জন্য জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণ করা একান্ত প্রয়োজন ।

Main text সংজ্ঞা (DEFINATION) জনসংখ্যা (Population) : জনসংখ্যার সংজ্ঞা বলতে বোঝায় একটি নির্দিষ্ট সময়ে কোন একটি নির্দিষ্ট এলাকায় একই প্রজাতিভুক্ত সমস্ত জীবের একত্রিত সমাবেশ । বিস্ফোরণ (Explosion) : বিস্ফোরণ হঠা ৎ ও দ্রুত বৃদ্ধিকে বোঝায় । জনসংখ্যা বিস্ফোরণ (population Explosion) : বিস্ফোরণ শব্দটি জনসংখ্যার দ্রুত বৃদ্ধি কে প্রকাশ করে কোন অঞ্চলে প্রধানত জন্ম হারের তুলনায় মৃত্যুহার হঠা ৎ করে কমে গেলে জনসংখ্যা দ্রুত বেড়ে যায় জনসংখ্যার এরূপ বৃদ্ধিকে জনসংখ্যা বিস্ফোরণ বলে ।

জনসংখ্যা বিস্ফোরণের কারণ মৃত্যুহার হাস উচ্চ জন্মহার শিক্ষার অভাব পরিবার পরিকল্পনার প্রতি অসচেতনতা বাল্যবিবাহ ও সর্বজনীন বিবাহ অনুন্নত জীবন যাত্রার মান মাইগ্রেশন উন্নত চিকিৎসা ব্যবস্থা ও যোগাযোগ ব্যবস্থা সরকারি ত্রুটি

জনসংখ্যা বিস্ফোরণের প্রভাব প্রাকৃতিক সম্পদের অত্যাধিক ব্যবহার । খাদ্যের ঘাটতি শিক্ষার অভাব অনুন্নত জীবনযাত্রা বেকারত্ব অপরাধের হার বৃদ্ধি

জনসংখ্যা বিস্ফোরণ নিয়ন্ত্রণের উপায় সামাজিক ব্যবস্থা বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতনতা কুসংস্কার দূরীকরণ শিক্ষার হার বৃদ্ধি সামাজিক নিরাপত্তা

জনসংখ্যা নিয়ন্ত্রণের উপায় অর্থনৈতিক ব্যবস্থা কর্মসংস্থান বৃদ্ধি কৃষি ব্যবস্থার মান উন্নয়ন উন্নত শিল্প ব্যবস্থা উন্নত জীবন যাত্রার মান

জনসংখ্যা নিয়ন্ত্রণের উপায় অন্যান্য উপায় /ব্যবস্থা পরিবার পরিকল্পনা দেরিতে বিয়ে আত্ম সংযম নারী কর্মসংস্থান সুযোগ-সুবিধা বৃদ্ধি

Conclusion বর্তমানে ভারতের মতো উন্নয়নশীল দেশে জনসংখ্যা বৃদ্ধি যেভাবে সংঘটিত হচ্ছে তাতে ভবিষ্য ৎ পরিস্থিতি যে খুব অনুকূল হবে তা আশা করা যায় না । তাই এই পরিস্থিতিতে মোকাবেলা করা একান্ত প্রয়োজন । তবে ভারত এখন যেভাবে অগ্রগতির পথে এগোচ্ছে তাতে আশা করা যায় দ্রুত এই জনসংখ্যা বৃদ্ধির সংকটময় পরিস্থিতি থেকে নিষ্কৃতি পাওয়া যাবে । ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবসে জনসংখ্যা বৃদ্ধির অঙ্গীকার করা প্রয়োজন । জনসংখ্যা হল দেশের সম্পদ । তাই জনসংখাকে দক্ষ করার জন্য দরকার শিক্ষা ব্যবস্থার উন্নতি সাধন করা দেশের জনসাধারণকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারলে যেমন সম্পদ পরিণত হয় অন্যদিকে জনসংখ্যা বৃদ্ধির হারও কমে যায় ।