Qurukshetra [Q-রুক্ষেত্র] 2025 - Jigisha 4.0 U25 Written Bangaliyana Quiz
PragyaUEMK
2 views
79 slides
Oct 08, 2025
Slide 1 of 103
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
About This Presentation
Q-রুক্ষেত্র | Jigisha 4.0 – The Battle of Minds
For the first time under the grand umbrella of Jigisha, Pragya – The UEM Kolkata Official Quiz Club presented Q-রুক্ষেত্র, a celebration of Bengal’s brilliance, intellect, and cultural legacy. The quiz brou...
Q-রুক্ষেত্র | Jigisha 4.0 – The Battle of Minds
For the first time under the grand umbrella of Jigisha, Pragya – The UEM Kolkata Official Quiz Club presented Q-রুক্ষেত্র, a celebration of Bengal’s brilliance, intellect, and cultural legacy. The quiz brought together some of the sharpest quizzers and enthusiasts who battled across thirty riveting questions — a vibrant mix of history, literature, sports, cinema, music, science, and the heartbeats of Bengal.
Q-রুক্ষেত্র wasn’t just a quiz — it was a journey through the unseen, unheard, and unforgettable stories of Bengal and beyond. Each question unearthed a new layer of heritage — from the lanes of Kumartuli and the melodies of Rabindra Sangeet to the unknown inventors, reformers, and dreamers who built our identity.
The set opened with a tribute to Kolkata’s progressive spirit — recalling the landmark Durga Puja of 2021 conducted entirely by women priests. It explored Bengal’s cultural press through টানা-পোড়েন, the art of heritage branding in Kolkata’s civic emblem, and the etymological tales behind Dumdum, Olympia Sporting House, and the ever-nostalgic Nanking Chinese Restaurant.
From SoftToons’ animation magic that brought Thakurmar Jhuli back to the screen, to legendary footballer Mohammad Salim’s Celtic FC legacy — every answer was a revelation. The quiz paid homage to pioneers like Butto Kristo Paul of B.K. Paul & Co., Suhasini Chattopadhyay, India’s first woman communist, and Nafees Bin Zafar, the Bangladeshi-American engineer honoured by the Academy for VFX innovation.
Cinephiles were treated to frames of Bengali creativity — কুমার চৌধুরী's Indie gem ‘প্রিয় চিনার পাতা, ইতি সেগুন’ to the first steps of Shreya Ghoshal, and the 3D retelling of অহল্যা. Literature found its voice through Jagadish Gupta, while the nostalgic streets of Old Dhaka resurfaced in the Beauty Boarding of Gulbahar.
Each question reflected the spirit of Jigisha — inquisitive, inclusive, and rooted in pride. The set gracefully intertwined trivia with storytelling, prompting participants not only to recall facts but to rediscover Bengal’s evolving narrative. The format rewarded curiosity: 30 questions, 2 marks each, star-marked milestones at every fifth stop, and the warmth of a Rabindranath-inspired quizmaster’s wit.
The audience relived forgotten eras — the glory of Netaji Subhas Bose’s INA songwriters, the rock rhythms of Krosswindz, the strokes of Chhatri Lahiri, and the historical meeting of two icons, Debendra Mohan Basu and Satyendra Nath Bose. It was a celebration that blurred the lines between academia and artistry, between nostalgia and now.
As Q-রুক্ষেত্র concluded, participants didn’t just leave with answers — they left with stories. Stories of courage, innovation, and Bengal’s timeless rhythm. In every clue lay a reminder: knowledge isn’t memorised, it’s lived.
Q-রুক্ষেত্র reaffirmed that quizzing, when powered by passion and poetry, becomes more than competition — it becomes culture itself.
Size: 152.09 MB
Language: none
Added: Oct 08, 2025
Slides: 79 pages
Slide Content
PRESENTS 4 EDITION
th
4 EDITION
th -রুক্ষেত্র Q
জাতীয় সঙ্গীত
Qm Intro
বর্ষণশুভমসুপ্রিয়
1. মোট 30 টি প্রশ্ন রয়েছে।
2. প্রত্যেকটি প্রশ্নে 2 নাম্বার পাওয়া যাবে।
3. যদি কোনো প্রশ্নে দুটি উত্তর চাওয়া হয়,
সেক্ষেত্রে প্রতিটি উত্তরে 1 নাম্বার।
4. 5,10,15,20,25 তারকাখচিত প্রশ্ন।
5. কুইজ মাস্টার কে রবীন্দ্রনাথ ভাববেন।
নিয়মকানুন - একটু জানুন
Question 1অক্টোবর ২০২১-এ কলকাতার ৬৬ পল্লী ক্লাব এক যুগান্তকারী উদ্যোগ
নিয়েছিল, যা দুর্গাপূজার শতাব্দীপ্রাচীন প্রথাকে চ্যালেঞ্জ করেছিল। ইতিহাসে
এটাই প্রথমবার ঘটেছিল এবং পরে এটি এক নতুন ধারা সৃষ্টি করে।
এই ধারণা নিয়ে একটি বাংলা চলচ্চিত্রও মুক্তি পেয়েছিল।
প্রশ্ন: সেই উদ্যোগটি কী ছিল?
Question 2১৯৮০ সালে নদীয়ার ফুলিয়ায় শুরু হয় বয়নশিল্পের
ওপর বাংলার একমাত্র পত্রিকা । তাঁতে কাপড় বোনার
সময় লম্বালম্বি ভাবে থাকা সুতো আর আড়াআড়ি
ভাবে থাকা সুতোকে বিশেষ নাম দিয়ে চিহ্নিত করা
হয়, সেই নাম থেকে আসে পত্রিকার নামটি।
তবে এই শব্দটিকে/শব্দযুগল কে সর্ম্পকের জটিলতা
বা অন্যান্য সংকট বলতে বুঝিয়ে থাকি।
পত্রিকাটির নাম কী ?
Question 3এটি কলকাতার একটি প্রতিষ্ঠানের পুরনো Logo , যেখানে দুটি নির্দিষ্ট
পাখিকে সাপ মুখে ধরে থাকতে দেখা যায়। এই পাখিটি কলকাতার ইতিহাসের
সঙ্গে জড়িত, যদিও এখন তারা প্রায় বিলুপ্ত। কলকাতার পুরনো ছবি,
চিত্রকলা ও সাহিত্যে এই বিশাল পাখির উল্লেখ ও দৃশ্য খুবই সাধারণ ছিল।
ইংরেজিতে এদের বলা হয় Great Adjutant Stork এবং
ব্রিটিশরা একে Calcutta Adjutant নামে ডাকত।
প্রশ্ন: এই বিখ্যাত পাখির স্থানীয় নাম কী? এবং এই
প্রতিষ্ঠানের নাম কী?
Question 4কলকাতার এই জায়গাটি কলকাতা প্রতিষ্ঠার আগেই সুপরিচিত একটি
স্থাপনা হিসেবে চিহ্নিত ছিল। ১৭৫৭ সালের পর এটি ব্রিটিশদের সবচেয়ে
গুরুত্বপূর্ণ সামরিক ছাউনি হয়ে ওঠে। ১৮৫৩ সালে এটি বেঙ্গল আর্টিলারি
ইউনিটের সদর দফতর হয়। পলাশীর যুদ্ধের আগে রবার্ট ক্লাইভ এখানে
তার ঘাঁটি স্থাপন করেছিলেন।
এই জায়গার নাম এসেছে এক বিশেষ ধরনের বুলেট-এর নাম থেকে, যা
প্রসারিত হয়ে ছড়িয়ে গিয়ে আঘাতের সময় বেশি ক্ষত তৈরি করত।
প্রশ্ন: এই জায়গার নাম কী?
Question 5২০০১ সালে হাওড়ায় সৌরভ মন্ডল ও হানসা মন্ডল এর উদ্যোগে শুরু হওয়া
একটি এনিমেশন কোম্পানির উদ্দেশ্য ছিল বাংলা ভাষায় বাংলার গল্পে কার্টুন
তৈরি করা। তাদের প্রোডাকশানে একের পর এক আসে গোপাল ভাঁড়, বাঁটুল
দি গ্রেট, নন্টে ফন্টে, ঠাকুমার ঝুলি এবং আরও অনেক কার্টুন শো।
বর্তমানে তাদের বানানো কার্টুন তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে খুবই
জনপ্রিয়।
কোম্পানির নামটি কী ?
এখানে দেখা যায় দিয়েগো ম্যারাডোনা কৃষ্ণ
নামাবলী পরেছেন। এই ছবিটি ১৯৮৬
সালের মেক্সিকো বিশ্বকাপের সময় এক
বাঙালি ক্রীড়া ফটোগ্রাফার তোলেন এবং
পরে তা আজকাল পত্রিকায় প্রকাশিত হয়।
ওই ফটোগ্রাফার ম্যারাডোনাকে একটি ধুতি
ও পাঞ্জাবিও উপহার দিয়েছিলেন।
প্রশ্ন: এই বাঙালি ফটোগ্রাফার এর নাম কী? Question 6
বৌবাজারের ফিরিঙ্গি কালীবাড়ি, ভীম নাগের দোকানের মতো সেখানকার
একটি বিশেষ ক্রীড়া সরঞ্জাম এর দোকান এ শহরের ইতিহাসের অনন্য
উপাদান। প্রতিষ্ঠাতা সজল ঘোষ এর হাত ধরে ১৮৯৬ সালে শুরু হয় এই
দোকান। ক্রীড়া সামগ্রীর দোকান, তাই নাম রাখা হয় ক্রীড়ার অন্যতম বিশ্বসেরা
প্রতিযোগিতার নামে। ভারতে প্রথম এই দোকানটিতেই একটি বিশেষ খেলার
সরঞ্জাম বানানো শুরু হয়। একদা মাছ ধরার বড়শি আর সেই বিশেষ সরঞ্জাম
বানানোই ছিল তাঁদের মূল ব্যবসা। সেই সরঞ্জাম শুধু ভারতবর্ষে নয় এমনকি
ইউরোপ, এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি করা হতো ।
দোকানটির নাম কী ও সেই বিশেষ সরঞ্জাম টি কী?
Question 7
Question 8
Question 8এই সিনেমার পরিচালক “ক” বাংলা টেলিভিশনের পরিচিত মুখ। ২০১২ সাল নাগাদ
রোহিঙ্গা শরণার্থীদের খবরগুলি তাঁর নজরে পড়ে। ম্যাগাজিনে এক রোহিঙ্গা মেয়ের গল্প
পড়েন “ক”। ঠিক করেন তাঁকে মুখ্য চরিত্র হিসেবে রেখেই চিত্রনাট্য লিখবেন। পয়সা না
থাকায় তাঁর স্ত্রী নিজের সমস্ত গয়না বিক্রি করে দেন। কিন্তু তাতেও কুলানো যাচ্ছিল না।
তখন ক্রাউড ফান্ডিংয়ের সিদ্ধান্ত নেন। দেশ-বিদেশের প্রায় কুড়িটি চলচ্চিত্র উৎসবে
মনোনীত হয় এবং অন্তত সাতটিতে সেরা ছবি বা সেরা পরিচালকের শিরোপা পেয়েছে।
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও দেখানো হয়েছিল ছবিটি। ছবির নাম ও পরিচালক “ক” কে ?
Question 9
X তাঁর দেশের একমাত্র ব্যক্তি যিনি অস্কার পুরস্কার পেয়েছেন। তিনি
একজন কম্পিউটার গ্রাফিক্স ইঞ্জিনিয়ার এবং চলচ্চিত্রের জন্য ফ্লুইড
সিমুলেশন সিস্টেম তৈরি করার জন্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের
সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল ক্যাটেগরিতে পুরস্কৃত হয়েছিলেন। এই
প্রযুক্তি Pirates of the Caribbean: At World's End সিনেমায় ব্যবহৃত হয়েছিল।
পরে ২০১৫ সালে তিনি আরেকটি টেকনিক্যাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড
পান large-scale destruction simulation systems based on Bullet technology তৈরি
করার জন্য, যা 2012 ছবিতে ব্যবহার করা হয়েছিল।
প্রশ্ন: X কে?
ঊনবিংশ শতকে X ইউরোপীয় বেকারিগুলিতে ব্যাপকভাবে বিক্রি হতো এবং
“অশুচি” উপকরণ ব্যবহারের সন্দেহে উচ্চবর্ণের হিন্দুরা এটিকে নিষিদ্ধ খাদ্য
হিসেবে গণ্য করত।
গিরিশচন্দ্র মণ্ডল এবং তাঁর সঙ্গী নলিনচন্দ্র গুপ্ত ১৮৮৭ সালে এর একটি
দেশীয় বিকল্প তৈরি করেন এবং সেটিকে “হিন্দু X” নামে বাজারজাত করেন,
যেখানে উল্লেখ থাকত যে এটি “শুদ্ধ দুধ দিয়ে উচ্চবর্ণের হিন্দুরা তৈরি করেছে।”
রাজনারায়ণ বসুও ব্রাহ্ম সমাজে যোগদানের অনুষ্ঠান X এবং শেরি (স্প্যানিশ
মদ) দিয়ে উদযাপন করেছিলেন।
প্রশ্ন: X কী? Question 10
2023 সালের ৮ই মার্চ সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনে একটি
ফিটনেস ট্রেনিং সংগঠন এর উদ্যোগে মহিলাদের জন্যে একটি
দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল । ফিটনেস বার্তা
আর ট্যাবু ভাঙার চেষ্টা স্বরূপ এই দৌড় প্রতিযোগিতার একটি
বিশেষত্ব ছিল। ব্যাঙ্গালোরে 7 বছর ধরে এই প্রতিযোগিতা
চললেও কলকাতার বুকে এই প্রথমবার।
দৌড় প্রতিযোগিতার বিশেষত্ব টি কী?
Question 11
ইনি নেতাজি সুভাষচন্দ্র বোসের একজন অনুরাগী ছিলেন উদাহরণস্বরূপ, 1942 সালের
23 শে জানুয়ারি নেতাজিকে নিয়ে তিনি একটি গান লেখেন এবং তাতে সুরও দেন :
সুভাষের এই জন্মদিনে গাইবো নতুন গান
সেই সুরেতে জাগবে মানুষ জাগবে নতুন প্রাণ।
স্থানীয় কিছু বন্ধুবান্ধব নিয়ে ইনি এই গানটি নেতাজির ৪৫ তম জন্মদিনে পরিবেশন
করেন। এরপর লালকেল্লায় INA ট্রায়ালের সময় ইনি লুনার ক্লাবে একজন সদস্য
হিসেবে যোগদান করেন এবং তারা ১৭০০ টাকা পুরস্কার পান সতীশ চন্দ্র বসুর কাছ
থেকে এই নাটকটি পরিবেশন করার জন্য।
ইনি কে ?
Question 12
এভাবেও ফিরে আসা যায়
আয় রে প্রেম
মন পাগল হয়
হঠাৎ হাওয়ায় কিছু মেঘ
তোমার ভালোবাসা নিয়ে
সুইটহার্ট
বেপরোয়া প্রেম
আসুন
চুপি চুপি রাতদিন
Question 13
বাংলা গানের সম্পূর্ণ তালিকা
এই গানগুলি একসঙ্গে আমরা কোথায় শুনতে পারি?
বেদনা মধুর
বেশি কিছু আশা করা ভুল
বসে আছি
একজন গেলো মাঠে
পাগল মন
তোমার দেখা নাই
আমি রাত জেগে রই
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা
চাঁদের জন্য গান
এডওয়ার্ডস টনিক – এটি একটি অত্যন্ত জনপ্রিয় অ্যান্টি-ম্যালেরিয়াল
ওষুধ যা এক জন বাঙালি ফার্মাসিস্ট তাঁর নিজস্ব প্রতিষ্ঠানে তৈরি
করেছিলেন। এই ওষুধটি কুইনিন এবং ভারতীয় আয়ুর্বেদের মিশ্রণে তৈরি
হয়েছিল এবং ম্যালেরিয়ার জ্বর ও সাধারণ জ্বর নিরাময়ে এক সময়ে
যুগান্তকারী ভূমিকা নিয়েছিল। এই ওষুধ তৈরির কোম্পানিটি ১৮৫৫ সালে
প্রতিষ্ঠিত হয় এবং কলকাতার ফার্মাসিউটিক্যাল জগতে এক গুরুত্বপূর্ণ
নাম হয়ে ওঠে। ২০২৫ সালেও এই কোম্পানি এবং তাদের প্রধান মেডিকেল
স্টোর বিদ্যমান এবং এখনো এডওয়ার্ডস টনিক বিক্রি করে।
প্রশ্ন: এই ফার্মাসিস্ট এবং কোম্পানির নাম কী? Question 14
পাথুরীঘাটার ধনী ও দানশীল মল্লিক পরিবারের ছেলে
মন্মথনাথ মল্লিক এর গাড়ির বিষয়ে শৌখিন ছিলেন । ঘোড়ায়
ভরা আস্তাবল ছাড়াও নয় ধরনের গাড়ি ছিল তাদের। 1936
সালের 3 এপ্রিল "দি স্টেটসম্যান" পত্রিকায় তার একটি ছবি
প্রকাশ পায়, তার একটি বিস্ময়কর গাড়ির সঙ্গে। গাড়িটি কেন
বিস্ময়কর ছিল ?
Question 15
এটি তেরিটি বাজারের (Tiretti Bazaar) একটি
ঐতিহ্যবাহী চীনা মন্দির, টুং অন চার্চ। ১৯২৫ সালে
এই ভবনের নিচতলায় ভারতের প্রথম চীনা
রেস্তোরাঁ খোলা হয়েছিল। এই রেস্তোরাঁ এতটাই
জনপ্রিয় হয়ে ওঠে যে রাজ কাপুর, দিলীপ কুমারের
মতো চলচ্চিত্র তারকারাও এখানে আসতেন। যদিও
মন্দিরটি এখনও খোলা আছে, প্রথম ভারত-চীন
যুদ্ধের পর রেস্তোরাঁটি বন্ধ হয়ে যায়।
প্রশ্ন: সেই চীনা রেস্তোরাঁটির নাম কী ছিল? Question 16
Question 17X রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি প্রশিক্ষণপ্রাপ্ত গায়িকা
হলেও তিনি জনপ্রিয় বাংলা ব্যান্ডের প্রথম রক
গায়িকা হিসেবে।
এছাড়াও তিনি মহীনের ঘোড়াগুলির "ঘরে ফেরার
গান" , প্রজাপতি বিস্কুট এর "তোমাকে বুঝিনা প্রিয়"
গেয়ে সাড়া ফেলেছিলেন। তাকে নিয়ে গড়ে ওঠে Y
বাংলা ব্যান্ড। নব্বই দশকে জনপ্রিয় হয়ে ওঠে এই
ব্যান্ড। X কে এবং Y ব্যান্ডটির নাম কী?
পুতুলবাড়ি, উত্তর কলকাতার একটি ঐতিহ্যবাহী প্রাসাদ, আজ
বেশি পরিচিত ভৌতিক গুজবের জন্য। তবে ১৯৭৮ সালে এটি
কিনে নেন একজন প্রখ্যাত বাংলা যাত্রাদলের মালিক, যার
দলটি ২০শ শতকের মাঝামাঝি সময়ে বরিশালে প্রতিষ্ঠিত
হয়েছিল। এই যাত্রাদল পুতুলবাড়ির দ্বিতীয় তলায় তাদের
পোশাক, সেট এবং অন্যান্য সরঞ্জাম সংরক্ষণ করত এবং
আজও একটি ঘর তাদের প্রধান অফিস হিসাবে চিহ্নিত।
একসময় এই যাত্রাদল অসাধারণ জনপ্রিয়তা লাভ করেছিল,
সাংস্কৃতিক এক নিদর্শন হয়ে উঠেছিল এবং বহু বাংলা গান ও
সাহিত্যকর্মে উল্লেখিত হয়েছে।
প্রশ্ন: এই বাংলা যাত্রাদলের নাম কী? Question 18
Question 19
কোন সিনেমার বিজ্ঞাপনপত্র (Poster)?
Question 20X হলো বাংলাভাষার জন্য প্রথম কম্পিউটার কিবোর্ড ও ফন্ট প্যাকেজ, যা
১৯৮৫ সালে সাইফুদ্দাহার ________ ম্যাকিন্টশের জন্য তৈরি করেছিলেন। এতে
QWERTY কিবোর্ডের উপর ভিত্তি করে একটি Phonetic Layout ছিল এবং এটি
আধুনিক বাংলা Input পদ্ধতির প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়।
এই ফন্ট প্যাকেজ এবং কিবোর্ড দুটোরই নাম X.
প্রশ্ন: X কী?
Question 21১৯২৭ সালে ইতালির কোমো শহরে বিজ্ঞানী ভোল্টার শততম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি
আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়। সেই সম্মেলনে ভারতের পক্ষ থেকে দুজন বিজ্ঞানী
অংশগ্রহণ করেন, যাঁদের মধ্যে একজন ছিলেন মেঘনাদ সাহা এবং অন্যজন ছিলেন 'X'।
তবে কয়েক দশক পর একটি বিতর্ক ওঠে যে, আমন্ত্রণটি আসলে বিজ্ঞানী 'Y'-এর জন্য ছিল এবং
শুধুমাত্র নামের শেষাংশের মিল থাকার কারণে ভুলবশত 'X' সেখানে আমন্ত্রিত হন। যদিও
ঐতিহাসিক নথি অনুযায়ী, তৎকালীন সময়ে আন্তর্জাতিক খ্যাতি ও জ্যেষ্ঠতার বিচারে 'X'-ই
ছিলেন সঠিক আমন্ত্রিত ব্যক্তি।
সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, এই বিজ্ঞানী 'X' বাস্তবে ছিলেন 'Y'-এর একজন শুভাকাঙ্ক্ষী ও
পথপ্রদর্শক। তিনিই 'Y'-কে ম্যাক্স প্লাঙ্কের লেখা দুটি গুরুত্বপূর্ণ বই উপহার দিয়েছিলেন, যা 'Y'-এর
যুগান্তকারী গবেষণার পথে সহায়ক হয়েছিল।
এই ঐতিহাসিক ঘটনাটির প্রেক্ষিতে বিজ্ঞানী 'X' এবং 'Y'-কে শনাক্ত করুন।
Question 22
ছবিগুলি কার আঁকা ?
Question 23এটি কোন বিখ্যাত গায়ক/
গায়িকার প্রথম অ্যালবাম ?
Question 24X ছিলেন একজন ভারতীয় কমিউনিস্ট নেত্রী এবং স্বাধীনতা সংগ্রামী। তিনি ভারতের কমিউনিস্ট
পার্টির প্রথম মহিলা সদস্য ছিলেন। X ছিলেন সুপরিচিত স্বাধীনতা সংগ্রামী এবং ভারতীয় জাতীয়
কংগ্রেসের সভানেত্রী সরোজিনী নাইডুর বোন।
১৯২০ সালে, মাত্র ১৭ বছর বয়সে X মাদ্রাজে স্বাধীনতা সংগ্রামী ও সাংবাদিক এ. সি. এন. নাম্বিয়ারকে
বিয়ে করেন। নাম্বিয়ারের তার সচিব ইভা গাইসলারের সাথে সম্পর্কের কারণে শীঘ্রই তাদের বিচ্ছেদ
হয়ে যায়।
X-এর ভাই বীরেন্দ্রনাথ, যিনি চট্টো নামে বেশি পরিচিত, তার দ্বারা প্রভাবিত হয়ে X একজন
কমিউনিস্ট হয়ে ওঠেন। এরপর তার ভাই এম. এন. রায়ের সাহায্যে মস্কোর ইস্টার্ন ইউনিভার্সিটিতে
তার ভর্তির ব্যবস্থা করে দেন।
১৯২৯ সালে X ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম মহিলা সদস্য হিসেবে যোগদান করেন।
আশ্চর্যজনকভাবে, স্বাধীনতার পরেও ১৯৫১ সাল পর্যন্ত তিনি পুলিশের নজরদারিতে ছিলেন।
একজন ভালো গায়িকা ও নৃত্যশিল্পী হওয়ায়, X শীঘ্রই দলের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে
পড়েন। X পরবর্তীকালে 'লিটল ব্যালে গ্রুপ' প্রতিষ্ঠা করতে সাহায্য করেন এবং IPTA (ভারতীয় গণনাট্য
সংঘ)-এর সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
আমেরিকান সাংবাদিক এডগার স্নো লিখেছিলেন যে X হলেন তার দেখা সবচেয়ে সুন্দরী মহিলা।
Question 25
এটি ১নং শ্রীশদাস লেনে অবস্থিত একটি দোতলা পুরাতন বাড়ি
, যা প্রথমে ছিল জমিদার সুধীর চন্দ্র দাসের। এখানে এক সময় 'সোনার
বাংলা' পত্রিকার অফিস ছিল। ১৯৪৯ সালে দুই ভাই প্রহ্লাদ চন্দ্র সাহা ও
নলিনী মোহন সাহা এই বাড়ি ভাড়া নিয়ে গড়ে তোলেন _______ (বর্তমান
নাম)। এই বাড়ি বিভিন্ন সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিল্পী, অভিনেতাসহ
বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ, যেমন - রণেশ দাশগুপ্ত, শিল্পী দেবদাস
চক্রবর্তী, সমরজিৎ রায় চৌধুরী, ব্রজেন দাস, আবুল হাসান, মহাদেব
সাহা, আখতারুজ্জামান ইলিয়াস, সৈয়দ শামসুল হক, নির্মলেন্দু গুণ
প্রমুখের পায়ের ধুলো পেয়েছে।
সম্প্রতি একটি জনপ্রিয় গানের মিউজিক ভিডিওতে আমরা এই
বাড়িটিকে দেখতে পাই।
বাড়িটি কী ? গানটি কী ?
Question 26
‘কল্লোল’ যুগে উপন্যাসিক কবি এবং ছোট গল্পকার রূপে
ইনি একজন অত্যন্ত পরিচিত নাম। 'প্রবাসী' 'উত্তরা',
'ভারতবর্ষ' প্রভৃতি পত্রিকায় এনার লেখা অত্যন্ত জনপ্রিয়
ছিল। এনার প্রথম ছোট গল্প 'পেয়িং গেস্ট' ১৯০৪ সালে
'বিজলী' পত্রিকায় প্রকাশিত হয় এবং প্রথম গল্প সংকলন
'বিনোদিনী' 1927 সালে প্রকাশিত হয়। তার উল্লেখযোগ্য
কয়েকটি গল্প হল 'শশাঙ্ক কবিরাজের স্ত্রী', 'উদয়লেখা',
ইত্যাদি। তাঁর সবচেয়ে বিখ্যাত গল্প "অরূপের রাস" তাঁকে
সবচেয়ে বেশি সুখ্যাতি এনে দেয়।
ইনি কে ?
Question 27
বাঙালির কোন উৎসব
উপলক্ষে 2022 সালে Google
থেকে এই Doodle
টি প্রকাশ পায়?
Question 28ইনি মহামেডান দলের একজন ফুটবলার।
পেশায় ফার্মাসিস্ট হলেও, তাঁর খ্যাতি মূলত
ভারতীয় ফুটবলার হিসেবে, একটি বিশেষ
খ্যাতির জন্য। খ্যাতিটি কী ?
ভদ্রলোক বাংলার একজন রাজনৈতিক
ব্যক্তিত্বের সাথে সমনামী। ভদ্রলোকের নাম কী ?
Question 29সম্প্রতি Nano Banana 3d model trend এ ধরনের ছবি
জনপ্রিয় হয়েছে । ২০১৫ সালে বাংলা একটি শর্টফিল্ম
প্রকাশিত হয় যেখানে এরকম 3D পুতুল দেখা যায় যদিও
সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গে। শর্টফিল্মটির বিষয় ছিল রামায়ণের
একটি নারী চরিত্রের দৃষ্টিকোণ থেকে তার সঙ্গে ঘটে
যাওয়া একটি বিশেষ পৌরাণিক ঘটনার ওপর। মুখ্য
চরিত্রে থাকা রাধিকা আপ্তে অভিনীত এই
শোর্টফিল্মটির নাম কী যা কিনা সেই পৌরাণিক
নারীর নামানুসারে?
Question 30
কোন কোম্পানির বিজ্ঞাপন?
সমাপ্ত
ANSWER
SLIDE
Question 1অক্টোবর ২০২১-এ কলকাতার ৬৬ পল্লী ক্লাব এক যুগান্তকারী উদ্যোগ
নিয়েছিল, যা দুর্গাপূজার শতাব্দীপ্রাচীন প্রথাকে চ্যালেঞ্জ করেছিল। ইতিহাসে
এটাই প্রথমবার ঘটেছিল এবং পরে এটি এক নতুন ধারা সৃষ্টি করে।
এই ধারণা নিয়ে একটি বাংলা চলচ্চিত্রও মুক্তি পেয়েছিল।
প্রশ্ন: সে উদ্যোগটি কী ছিল?
Answer 1এটাই প্রথমবার ছিল যখন ৪ জন
নারী পুরোহিত দুর্গাপুজোর সব
আচার-অনুষ্ঠান সম্পূর্ণ
করেছিলেন।
Question 2১৯৮০ সালে নদীয়ার ফুলিয়ায় শুরু হয় বয়নশিল্পের
ওপর বাংলার একমাত্র পত্রিকা । তাঁতে কাপড় বোনার
সময় লম্বালম্বি ভাবে থাকা সুতো আর আড়াআড়ি
ভাবে থাকা সুতোকে বিশেষ নাম দিয়ে চিহ্নিত করা
হয়, সেই নাম থেকে আসে পত্রিকার নামটি।
তবে এই শব্দটিকে/শব্দযুগল কে সর্ম্পকের জটিলতা
বা অন্যান্য সংকট বলতে বুঝিয়ে থাকি।
পত্রিকাটির নাম কী ?
Answer 2
টানা পোড়েন
Question 3এটি কলকাতার একটি প্রতিষ্ঠানের পুরনো Logo , যেখানে দুটি নির্দিষ্ট
পাখিকে সাপ মুখে ধরে থাকতে দেখা যায়। এই পাখিটি কলকাতার ইতিহাসের
সঙ্গে জড়িত, যদিও এখন তারা প্রায় বিলুপ্ত। কলকাতার পুরনো ছবি,
চিত্রকলা ও সাহিত্যে এই বিশাল পাখির উল্লেখ ও দৃশ্য খুবই সাধারণ ছিল।
ইংরেজিতে এদের বলা হয় Great Adjutant Stork এবং
ব্রিটিশরা একে Calcutta Adjutant নামে ডাকত।
প্রশ্ন: এই বিখ্যাত পাখির স্থানীয় নাম কী? এবং এই
প্রতিষ্ঠানের নাম কী?
Answer 3
হাড়গিলা
কলিকাতা পৌর সংস্থা
Question 4কলকাতার এই জায়গাটি কলকাতা প্রতিষ্ঠার আগেই সুপরিচিত একটি
স্থাপনা হিসেবে চিহ্নিত ছিল। ১৭৫৭ সালের পর এটি ব্রিটিশদের সবচেয়ে
গুরুত্বপূর্ণ সামরিক ছাউনি হয়ে ওঠে। ১৮৫৩ সালে এটি বেঙ্গল আর্টিলারি
ইউনিটের সদর দফতর হয়। পলাশীর যুদ্ধের আগে রবার্ট ক্লাইভ এখানে
তার ঘাঁটি স্থাপন করেছিলেন।
এই জায়গার নাম এসেছে এক বিশেষ ধরনের বুলেট-এর নাম থেকে, যা
প্রসারিত হয়ে ছড়িয়ে গিয়ে আঘাতের সময় বেশি ক্ষত তৈরি করত।
প্রশ্ন: এই জায়গার নাম কী?
Answer 4
দমদম
Question 5২০০১ সালে হাওড়ায় সৌরভ মন্ডল ও হানসা মন্ডল এর উদ্যোগে শুরু হওয়া
একটি এনিমেশন কোম্পানির উদ্দেশ্য ছিল বাংলা ভাষায় বাংলার গল্পে কার্টুন
তৈরি করা। তাদের প্রোডাকশানে একের পর এক আসে গোপাল ভাঁড়, বাঁটুল
দি গ্রেট, নন্টে ফন্টে, ঠাকুমার ঝুলি এবং আরও অনেক কার্টুন শো।
বর্তমানে তাদের বানানো কার্টুন তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে খুবই
জনপ্রিয়।
কোম্পানির নামটি কী ?
Answer 5SSoft Toons
এখানে দেখা যায় দিয়েগো ম্যারাডোনা কৃষ্ণ
নামাবলী পরেছেন। এই ছবিটি ১৯৮৬
সালের মেক্সিকো বিশ্বকাপের সময় এক
বাঙালি ক্রীড়া ফটোগ্রাফার তোলেন এবং
পরে তা আজকাল পত্রিকায় প্রকাশিত হয়।
ওই ফটোগ্রাফার ম্যারাডোনাকে একটি ধুতি
ও পাঞ্জাবিও উপহার দিয়েছিলেন।
প্রশ্ন: এই বাঙালি ফটোগ্রাফার এর নাম কী? Question 6
Answer 6অমিয় তরফদার
বৌবাজারের ফিরিঙ্গি কালীবাড়ি, ভীম নাগের দোকানের মতো সেখানকার
একটি বিশেষ ক্রীড়া সরঞ্জাম এর দোকান এ শহরের ইতিহাসের অনন্য
উপাদান। প্রতিষ্ঠাতা সজল ঘোষ এর হাত ধরে 1896 সালে শুরু হয় এই দোকান।
ক্রীড়া সামগ্রীর দোকান, তাই নাম রাখা হয় ক্রীড়ার অন্যতম বিশ্বসেরা
প্রতিযোগিতার নামে। ভারতে প্রথম এই দোকানটিতেই একটি বিশেষ খেলার
সরঞ্জাম বানানো শুরু হয়। একদা মাছ ধরার বড়শি আর সেই বিশেষ সরঞ্জাম
বানানোই ছিল তাঁদের মূল ব্যবসা। সেই সরঞ্জাম শুধু ভারতবর্ষে নয় এমনকি
ইউরোপ,এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি করা হতো ।
দোকানটির নাম কী ও সেই বিশেষ সরঞ্জাম টি কী?
Question 7
Answer 7
Olympia Sporting House
(Javelin)
Question 8
Question 8এই সিনেমার পরিচালক “ক” বাংলা টেলিভিশনের পরিচিত মুখ। ২০১২ সাল নাগাদ
রোহিঙ্গা শরণার্থীদের খবরগুলি তাঁর নজরে পড়ে। ম্যাগাজিনে এক রোহিঙ্গা মেয়ের গল্প
পড়েন “ক”। ঠিক করেন তাঁকে মুখ্য চরিত্র হিসেবে রেখেই চিত্রনাট্য লিখবেন। পয়সা না
থাকায় তাঁর স্ত্রী নিজের সমস্ত গয়না বিক্রি করে দেন। কিন্তু তাতেও কুলানো যাচ্ছিল না।
তখন ক্রাউড ফান্ডিংয়ের সিদ্ধান্ত নেন। দেশ-বিদেশের প্রায় কুড়িটি চলচ্চিত্র উৎসবে
মনোনীত হয় এবং অন্তত সাতটিতে সেরা ছবি বা সেরা পরিচালকের শিরোপা পেয়েছে।
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও দেখানো হয়েছিল ছবিটি। ছবির নাম ও পরিচালক “ক” কে ?
Answer 8
কুমার চৌধুরী
প্রিয় চিনার পাতা, ইতি সেগুন
Question 9
X তাঁর দেশের একমাত্র ব্যক্তি যিনি অস্কার পুরস্কার পেয়েছেন। তিনি
একজন কম্পিউটার গ্রাফিক্স ইঞ্জিনিয়ার এবং চলচ্চিত্রের জন্য ফ্লুইড
সিমুলেশন সিস্টেম তৈরি করার জন্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের
সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল ক্যাটেগরিতে পুরস্কৃত হয়েছিলেন। এই
প্রযুক্তি Pirates of the Caribbean: At World's End সিনেমায় ব্যবহৃত হয়েছিল।
পরে ২০১৫ সালে তিনি আরেকটি টেকনিক্যাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড
পান large-scale destruction simulation systems based on Bullet technology তৈরি
করার জন্য, যা 2012 ছবিতে ব্যবহার করা হয়েছিল।
প্রশ্ন: X কে?
Answer 9Nafees Bin Zafar
ঊনবিংশ শতকে X ইউরোপীয় বেকারিগুলিতে ব্যাপকভাবে বিক্রি হতো এবং
“অশুচি” উপকরণ ব্যবহারের সন্দেহে উচ্চবর্ণের হিন্দুরা এটিকে নিষিদ্ধ খাদ্য
হিসেবে গণ্য করত।
গিরিশচন্দ্র মণ্ডল এবং তাঁর সঙ্গী নলিনচন্দ্র গুপ্ত ১৮৮৭ সালে এর একটি
দেশীয় বিকল্প তৈরি করেন এবং সেটিকে “হিন্দু X” নামে বাজারজাত করেন,
যেখানে উল্লেখ থাকত যে এটি “শুদ্ধ দুধ দিয়ে উচ্চবর্ণের হিন্দুরা তৈরি করেছে।”
রাজনারায়ণ বসুও ব্রাহ্ম সমাজে যোগদানের অনুষ্ঠান X এবং শেরি (স্প্যানিশ
মদ) দিয়ে উদযাপন করেছিলেন।
প্রশ্ন: X কী? Question 10
Answer 10Biscuit
2023 সালের ৮ই মার্চ সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনে একটি
ফিটনেস ট্রেনিং সংগঠন এর উদ্যোগে মহিলাদের জন্যে একটি
দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল । ফিটনেস বার্তা
আর ট্যাবু ভাঙার চেষ্টা স্বরূপ এই দৌড় প্রতিযোগিতার একটি
বিশেষত্ব ছিল। ব্যাঙ্গালোরে 7 বছর ধরে এই প্রতিযোগিতা
চললেও কলকাতার বুকে এই প্রথমবার।
দৌড় প্রতিযোগিতার বিশেষত্ব টি কী?
Question 11
Answer 11
শাড়ি দৌড় প্রতিযোগিতা
ইনি নেতাজি সুভাষচন্দ্র বোসের একজন অনুরাগী ছিলেন উদাহরণস্বরূপ, 1942 সালের
23 শে জানুয়ারি নেতাজিকে নিয়ে তিনি একটি গান লেখেন এবং তাতে সুরও দেন :
সুভাষের এই জন্মদিনে গাইবো নতুন গান
সেই সুরেতে জাগবে মানুষ জাগবে নতুন প্রাণ।
স্থানীয় কিছু বন্ধুবান্ধব নিয়ে ইনি এই গানটি নেতাজির ৪৫ তম জন্মদিনে পরিবেশন
করেন। এরপর লালকেল্লায় INA ট্রায়ালের সময় ইনি লুনার ক্লাবে একজন সদস্য
হিসেবে যোগদান করেন এবং তারা ১৭০০ টাকা পুরস্কার পান সতীশ চন্দ্র বসুর কাছ
থেকে এই নাটকটি পরিবেশন করার জন্য।
ইনি কে ?
Question 12
Answer 12উত্তম কুমার
এভাবেও ফিরে আসা যায়
আয় রে প্রেম
মন পাগল হয়
হঠাৎ হাওয়ায় কিছু মেঘ
তোমার ভালোবাসা নিয়ে
সুইটহার্ট
বেপরোয়া প্রেম
আসুন
চুপি চুপি রাতদিন
Question 13
বাংলা গানের সম্পূর্ণ তালিকা
এই গানগুলি একসঙ্গে আমরা কোথায় শুনতে পারি?
বেদনা মধুর
বেশি কিছু আশা করা ভুল
বসে আছি
একজন গেলো মাঠে
পাগল মন
তোমার দেখা নাই
আমি রাত জেগে রই
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা
চাঁদের জন্য গান
GTA Vice
city bangla
song Question 13
এডওয়ার্ডস টনিক – এটি একটি অত্যন্ত জনপ্রিয় অ্যান্টি-ম্যালেরিয়াল
ওষুধ যা এক জন বাঙালি ফার্মাসিস্ট তাঁর নিজস্ব প্রতিষ্ঠানে তৈরি
করেছিলেন। এই ওষুধটি কুইনিন এবং ভারতীয় আয়ুর্বেদের মিশ্রণে তৈরি
হয়েছিল এবং ম্যালেরিয়ার জ্বর ও সাধারণ জ্বর নিরাময়ে এক সময়ে
যুগান্তকারী ভূমিকা নিয়েছিল। এই ওষুধ তৈরির কোম্পানিটি ১৮৫৫ সালে
প্রতিষ্ঠিত হয় এবং কলকাতার ফার্মাসিউটিক্যাল জগতে এক গুরুত্বপূর্ণ
নাম হয়ে ওঠে। ২০২৫ সালেও এই কোম্পানি এবং তাদের প্রধান মেডিকেল
স্টোর বিদ্যমান এবং এখনো এডওয়ার্ডস টনিক বিক্রি করে।
প্রশ্ন: এই ফার্মাসিস্ট এবং কোম্পানির নাম কী? Question 14
Answer 14Butto kristo
paul
or B K Paul -
Sovabazar
পাথুরীঘাটার ধনী ও দানশীল মল্লিক পরিবারের ছেলে
মন্মথনাথ মল্লিক এর গাড়ির বিষয়ে শৌখিন ছিলেন । ঘোড়ায়
ভরা আস্তাবল ছাড়াও নয় ধরনের গাড়ি ছিল তাদের। 1936
সালের 3 এপ্রিল "দি স্টেটসম্যান" পত্রিকায় তার একটি ছবি
প্রকাশ পায়, তার একটি বিস্ময়কর গাড়ির সঙ্গে। গাড়িটি কেন
বিস্ময়কর ছিল ?
Question 15
Answer 15
জেব্রায় টানা গাড়ি
Supriyo এটি তেরিটি বাজারের (Tiretti Bazaar) একটি
ঐতিহ্যবাহী চীনা মন্দির, টুং অন চার্চ। ১৯২৫ সালে
এই ভবনের নিচতলায় ভারতের প্রথম চীনা
রেস্তোরাঁ খোলা হয়েছিল। এই রেস্তোরাঁ এতটাই
জনপ্রিয় হয়ে ওঠে যে রাজ কাপুর, দিলীপ কুমারের
মতো চলচ্চিত্র তারকারাও এখানে আসতেন। যদিও
মন্দিরটি এখনও খোলা আছে, প্রথম ভারত-চীন
যুদ্ধের পর রেস্তোরাঁটি বন্ধ হয়ে যায়।
প্রশ্ন: সেই চীনা রেস্তোরাঁটির নাম কী ছিল? Question 16
Answer 16
Nanking Chinese Restaurant
Question 17X রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি প্রশিক্ষণপ্রাপ্ত গায়িকা
হলেও তিনি জনপ্রিয় বাংলা ব্যান্ডের প্রথম রক
গায়িকা হিসেবে।
এছাড়াও তিনি মহীনের ঘোড়াগুলির "ঘরে ফেরার
গান" , প্রজাপতি বিস্কুট এর "তোমাকে বুঝিনা প্রিয়"
গেয়ে সাড়া ফেলেছিলেন। তাকে নিয়ে গড়ে ওঠে Y
বাংলা ব্যান্ড। নব্বই দশকে জনপ্রিয় হয়ে ওঠে এই
ব্যান্ড। X কে এবং Y ব্যান্ডটির নাম কী?
Answer 17X- চন্দ্রাণী ব্যানার্জী
Y - Krooswindz(ক্রসউইন্ডস)
পুতুলবাড়ি, উত্তর কলকাতার একটি ঐতিহ্যবাহী প্রাসাদ, আজ
বেশি পরিচিত ভৌতিক গুজবের জন্য। তবে ১৯৭৮ সালে এটি
কিনে নেন একজন প্রখ্যাত বাংলা যাত্রাদলের মালিক, যার
দলটি ২০শ শতকের মাঝামাঝি সময়ে বরিশালে প্রতিষ্ঠিত
হয়েছিল। এই যাত্রাদল পুতুলবাড়ির দ্বিতীয় তলায় তাদের
পোশাক, সেট এবং অন্যান্য সরঞ্জাম সংরক্ষণ করত এবং
আজও একটি ঘর তাদের প্রধান অফিস হিসাবে চিহ্নিত।
একসময় এই যাত্রাদল অসাধারণ জনপ্রিয়তা লাভ করেছিল,
সাংস্কৃতিক এক নিদর্শন হয়ে উঠেছিল এবং বহু বাংলা গান ও
সাহিত্যকর্মে উল্লেখিত হয়েছে।
প্রশ্ন: এই বাংলা যাত্রাদলের নাম কী? Question 18
Answer 18নট্ট কোম্পানি
Question 19
কোন সিনেমার বিজ্ঞাপনপত্র (Poster)?
Answer 19
রঘু ডাকাত
Question 20X হলো বাংলাভাষার জন্য প্রথম কম্পিউটার কিবোর্ড ও ফন্ট প্যাকেজ, যা
১৯৮৫ সালে সাইফুদ্দাহার ________ ম্যাকিন্টশের জন্য তৈরি করেছিলেন। এতে
QWERTY কিবোর্ডের উপর ভিত্তি করে একটি Phonetic Layout ছিল এবং এটি
আধুনিক বাংলা Input পদ্ধতির প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়।
এই ফন্ট প্যাকেজ এবং কিবোর্ড দুটোরই নাম X.
প্রশ্ন: X কী?
Answer 20
শহীদলিপি
Question 21১৯২৭ সালে ইতালির কোমো শহরে বিজ্ঞানী ভোল্টার শততম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি
আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়। সেই সম্মেলনে ভারতের পক্ষ থেকে দুজন বিজ্ঞানী
অংশগ্রহণ করেন, যাঁদের মধ্যে একজন ছিলেন মেঘনাদ সাহা এবং অন্যজন ছিলেন 'X'।
তবে কয়েক দশক পর একটি বিতর্ক ওঠে যে, আমন্ত্রণটি আসলে বিজ্ঞানী 'Y'-এর জন্য ছিল এবং
শুধুমাত্র নামের শেষাংশের মিল থাকার কারণে ভুলবশত 'X' সেখানে আমন্ত্রিত হন। যদিও
ঐতিহাসিক নথি অনুযায়ী, তৎকালীন সময়ে আন্তর্জাতিক খ্যাতি ও জ্যেষ্ঠতার বিচারে 'X'-ই
ছিলেন সঠিক আমন্ত্রিত ব্যক্তি।
সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, এই বিজ্ঞানী 'X' বাস্তবে ছিলেন 'Y'-এর একজন শুভাকাঙ্ক্ষী ও
পথপ্রদর্শক। তিনিই 'Y'-কে ম্যাক্স প্লাঙ্কের লেখা দুটি গুরুত্বপূর্ণ বই উপহার দিয়েছিলেন, যা 'Y'-এর
যুগান্তকারী গবেষণার পথে সহায়ক হয়েছিল।
এই ঐতিহাসিক ঘটনাটির প্রেক্ষিতে বিজ্ঞানী 'X' এবং 'Y'-কে শনাক্ত করুন।
Answer 21
বিজ্ঞানী 'X' হলেন দেবেন্দ্র মোহন বসু (ডি. এম. বসু)।
বিজ্ঞানী 'Y' হলেন সত্যেন্দ্রনাথ বসু (এস. এন. বসু)।
Question 22
ছবিগুলি কার আঁকা ?
Answer 22
চন্ডী লাহিড়ী
Question 23এটি কোন বিখ্যাত গায়ক/
গায়িকার প্রথম অ্যালবাম ?
Answer 23
শ্রেয়া ঘোষাল
Question 24
X ছিলেন একজন ভারতীয় কমিউনিস্ট নেত্রী এবং স্বাধীনতা সংগ্রামী। তিনি ভারতের কমিউনিস্ট
পার্টির প্রথম মহিলা সদস্য ছিলেন। X ছিলেন সুপরিচিত স্বাধীনতা সংগ্রামী এবং ভারতীয় জাতীয়
কংগ্রেসের সভানেত্রী সরোজিনী নাইডুর বোন।
১৯২০ সালে, মাত্র ১৭ বছর বয়সে X মাদ্রাজে স্বাধীনতা সংগ্রামী ও সাংবাদিক এ. সি. এন. নাম্বিয়ারকে
বিয়ে করেন। নাম্বিয়ারের তার সচিব ইভা গাইসলারের সাথে সম্পর্কের কারণে শীঘ্রই তাদের বিচ্ছেদ
হয়ে যায়।
X-এর ভাই বীরেন্দ্রনাথ, যিনি চট্টো নামে বেশি পরিচিত, তার দ্বারা প্রভাবিত হয়ে X একজন
কমিউনিস্ট হয়ে ওঠেন। এরপর তার ভাই এম. এন. রায়ের সাহায্যে মস্কোর ইস্টার্ন ইউনিভার্সিটিতে
তার ভর্তির ব্যবস্থা করে দেন।
১৯২৯ সালে X ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম মহিলা সদস্য হিসেবে যোগদান করেন।
আশ্চর্যজনকভাবে, স্বাধীনতার পরেও ১৯৫১ সাল পর্যন্ত তিনি পুলিশের নজরদারিতে ছিলেন।
একজন ভালো গায়িকা ও নৃত্যশিল্পী হওয়ায়, X শীঘ্রই দলের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে
পড়েন। X পরবর্তীকালে 'লিটল ব্যালে গ্রুপ' প্রতিষ্ঠা করতে সাহায্য করেন এবং IPTA (ভারতীয় গণনাট্য
সংঘ)-এর সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
আমেরিকান সাংবাদিক এডগার স্নো লিখেছিলেন যে X হলেন তার দেখা সবচেয়ে সুন্দরী মহিলা।
Answer 24
সুহাসিনী চট্টোপাধ্যায়
Question 25
এটি ১নং শ্রীশদাস লেনে অবস্থিত একটি দোতলা পুরাতন বাড়ি
, যা প্রথমে ছিল জমিদার সুধীর চন্দ্র দাসের। এখানে এক সময় 'সোনার
বাংলা' পত্রিকার অফিস ছিল। ১৯৪৯ সালে দুই ভাই প্রহ্লাদ চন্দ্র সাহা ও
নলিনী মোহন সাহা এই বাড়ি ভাড়া নিয়ে গড়ে তোলেন _______ (বর্তমান
নাম)। এই বাড়ি বিভিন্ন সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিল্পী, অভিনেতাসহ
বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ, যেমন - রণেশ দাশগুপ্ত, শিল্পী দেবদাস
চক্রবর্তী, সমরজিৎ রায় চৌধুরী, ব্রজেন দাস, আবুল হাসান, মহাদেব
সাহা, আখতারুজ্জামান ইলিয়াস, সৈয়দ শামসুল হক, নির্মলেন্দু গুণ
প্রমুখের পায়ের ধুলো পেয়েছে।
সম্প্রতি একটি জনপ্রিয় গানের মিউজিক ভিডিওতে আমরা এই
বাড়িটিকে দেখতে পাই।
বাড়িটি কী ? গানটি কী ?
Answer 25
বিউটি বোর্ডিংগুলবাহার গানের
দৃশ্যের বাড়ি
Question 26
‘কল্লোল’ যুগে উপন্যাসিক কবি এবং ছোট গল্পকার রূপে
ইনি একজন অত্যন্ত পরিচিত নাম। 'প্রবাসী' 'উত্তরা',
'ভারতবর্ষ' প্রভৃতি পত্রিকায় এনার লেখা অত্যন্ত জনপ্রিয়
ছিল। এনার প্রথম ছোট গল্প 'পেয়িং গেস্ট' ১৯০৪ সালে
'বিজলী' পত্রিকায় প্রকাশিত হয় এবং প্রথম গল্প সংকলন
'বিনোদিনী' 1927 সালে প্রকাশিত হয়। তার উল্লেখযোগ্য
কয়েকটি গল্প হল 'শশাঙ্ক কবিরাজের স্ত্রী', 'উদয়লেখা',
ইত্যাদি। তাঁর সবচেয়ে বিখ্যাত গল্প "অরূপের রাস" তাঁকে
সবচেয়ে বেশি সুখ্যাতি এনে দেয়।
ইনি কে ?
Question 26জগদীশ গুপ্ত
Question 27
বাঙালির কোন উৎসব
উপলক্ষে 2022 সালে Google
থেকে এই Doodle
টি প্রকাশ পায়?
Answer 27
পয়লা বৈশাখ
Question 28ইনি মহামেডান দলের একজন ফুটবলার।
পেশায় ফার্মাসিস্ট হলেও, তাঁর খ্যাতি মূলত
ভারতীয় ফুটবলার হিসেবে, একটি বিশেষ
খ্যাতির জন্য। খ্যাতিটি কী ?
ভদ্রলোক বাংলার একজন রাজনৈতিক
ব্যক্তিত্বের সাথে সমনামী। ভদ্রলোকের নাম কী ?
Answer 28
মহম্মদ সেলিম
প্রথম ভারতীয়/বাঙালি ফুটবলার যিনি
ইউরোপের হয়ে খেলেছিলেন। (Celtic FC)
Question 29সম্প্রতি Nano Banana 3D model trend এ ধরনের ছবি
জনপ্রিয় হয়েছে । ২০১৫ সালে বাংলা একটি শর্টফিল্ম
প্রকাশিত হয় যেখানে এরকম 3d পুতুল দেখা যায় যদিও
সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গে। শর্টফিল্মটির বিষয় ছিল রামায়ণের
একটি নারী চরিত্রের দৃষ্টিকোণ থেকে তার সঙ্গে ঘটে
যাওয়া একটি বিশেষ পৌরাণিক ঘটনার ওপর। মুখ্য
চরিত্রে থাকা রাধিকা আপ্তে অভিনীত এই
শোর্টফিল্মটির নাম কী যা কিনা সেই পৌরাণিক
নারীর নামানুসারে?
Answer 29
অহল্যা(দেবরাজ ইন্দ্র নিজের শক্তি ব্যবহার করে অহল্যার স্বামীর রূপ ধারণ করে অহল্যাকে
প্রতারিত করেন এবং তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। যখন অহল্যার আসল
স্বামী বাড়ি ফিরে এসে জানতে পারেন যে তাঁর স্ত্রীর সঙ্গে আরেকজন পুরুষ তাঁর ছদ্মবেশে
সহবাস করেছে, তখন তিনি অহল্যাকে প্রতারিত হওয়ার জন্যই দোষারোপ করেন এবং
তাঁকে পাথরে পরিণত করে দেন। এই অভিশাপ তখনই মুক্তি পাবে যখন কোনও
সত্যিকারের ধার্মিক ব্যক্তি তাঁকে স্পর্শ করবেন। শত শত বছর ধরে অহল্যা পাথর হিসেবেই
রয়ে যান, যতদিন না একদিন রাম বনভ্রমণে এসে সেই পাথর স্পর্শ করেন এবং অহল্যার
অভিশাপ মুক্ত হয়। এখানে অহল্যা এবং তাঁর স্বামী প্রতিশোধ নিতে শুরু করেন সেই সমস্ত
লোকদের উপর, যারা নিজেদের ক্ষমতা ব্যবহার করে নারীদের উপর অত্যাচার চালায় —
তারা আর ভুক্তভোগীকে দোষারোপ করেন না, বরং অপরাধীদেরই অভিশাপ দিয়ে মূর্তিতে
পরিণত করে দেন। এটি ভুক্তভোগীকে দোষারোপ করার ধারা থেকে সরে এসে
অন্যায়কারীর শাস্তির মাধ্যমে অহল্যার ন্যায় প্রতিষ্ঠা করার এক নতুন দৃষ্টিভঙ্গি। )