The Impact of Globalization - A powerpoint in Bangla

cfhaiders 0 views 14 slides Oct 08, 2025
Slide 1
Slide 1 of 14
Slide 1
1
Slide 2
2
Slide 3
3
Slide 4
4
Slide 5
5
Slide 6
6
Slide 7
7
Slide 8
8
Slide 9
9
Slide 10
10
Slide 11
11
Slide 12
12
Slide 13
13
Slide 14
14

About This Presentation

This powerpoint explores the role globalization has played in Bangladesh and in bengali. In the context of BRAC University.


Slide Content

বিশ্বায়ন

বিশ্বায়ন বলতে আমরা কি বুঝি? বিশ্বের এক প্রান্তের মানুষের সাথে অন্য প্রান্তের মানুষের যোগাযোগ ও পারিপার্শ্বিক প্রভাব ও প্রতিক্রিয়া। বিশ্বায়ন মূলত তিন ধরনেরঃ - অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক

কি কি ধরনের বিশ্বায়ন রয়েছে এবং তাদের উদাহরণ অর্থনৈতিক বিশ্বায়ন পণ্য ও সেবার ক্রমবর্ধমান বাণিজ্যের আন্তর্জাতিক পুঁজির প্রবাহ এবং প্রযুক্তির ব্যাপক ও দ্রুত বিস্তারের ফলে বিশ্ব অর্থনীতির ক্রমবর্ধমান আন্ত নির্ভরশীলতা। যেমন, নর্থ অ্যামেরিকান ফ্রি ট্রেইড এগ্রিমেন্ট এবং ট্র্যান্স পাসিফিক পার্টনারশিপ। রাজনৈতিক বিশ্বায়ন একাধিক দেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক ভাবে একত্রীত হয়ে একটি সিদ্ধান্তে আসা। উদাহরণ স্বরূপ NATO ও জাতি সংঘের (United Nations) কথা বলা যায়।

সাংস্কৃতিক বিশ্বায়ন অনেক দেশের সংস্কৃতিকে এক করার জন্য ভুমিকা পালন কারী প্রযুক্তিগত ও সামাজিক দিকগুলোর দিকে মনোযোগ দেওয়া। এর মধ্যে রয়েছে যোগাযোগের সহজতরতা, সোশ্যাল মিডিয়ার ব্যাপকতা এবং দ্রুত এবং উন্নত পরিবহনে প্রবেশাধিকার। যেমন, ফেয়সবুক, ওয়াটসএপ এবং ইউটুব।

বিশ্বায়নের সংক্ষিপ্ত ইতিহাস বিশ্বায়নের প্রথম লক্ষণ পাওয়া যায় খ্রিস্টপূর্বেরও আগে বিশ্বায়নের প্রথম তরঙ্গ ১৯ তম শতক থেকে ১৯১৪ খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল প্রথম তরঙ্গের কারণ ব্রিটিশ সাম্রাজ্যের শিল্প বিপ্লব

বিশ্বায়ন কিভাবে ঘটে? একটি দেশ যারা একটি পণ্য তৈরিতে বিশেষ ভাবে দক্ষ, তারা প্রতিযোগিতামূলক সুবিধা পাবে দক্ষতার সাথে পণ্য তৈরি করতে পারবে যেই দেশের যেই পণ্য তৈরিতে বিশেষ দক্ষতা আছে, সেই দেশ যদি সেই পণ্য তৈরি করে তাহলে পুরো পৃথিবীর সবাই উপকৃত হবে

বিশ্বায়নের ইতিবাচক দিক দারিদ্র্য বিমোচনঃ - শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয় - মানুষ শিক্ষিত হয় - কর্মস্থান তৈরি হয় - মানুষের কাজ করার সুযোগ হয় - বাহিরের দেশে কাজের সুযোগ

বিশ্বায়নের ইতিবাচক দিক শিক্ষাঃ শিক্ষা, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির অবাধ বিনিময় অনুন্নত দেশের শিক্ষার্থীরা উন্নত দেশে শিক্ষা গ্রহনের সুযোগ পাচ্ছে বিভিন্ন দেশের মধ্যে শিক্ষা ও জ্ঞান-বিজ্ঞানের আদান প্রদানের উন্নত মাধ্যম

বিশ্বায়নের ইতিবাচক দিক প্রযুক্তিঃ বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক সৃষ্টি হচ্ছে এক দেশ থেকে অন্য দেশে প্রযুক্তি সরবরাহ হচ্ছে নতুন কর্মস্থল তৈরি হচ্ছে বৈদেশিক বিনিয়োগঃ বৈদেশিক বিনিয়োগের ফলে দরিদ্র দেশগুলোতে উৎপাদন শক্তি বৃদ্ধি হচ্ছে উন্নতিশীল দেশগুলোর অর্থনৈতিক বৃদ্ধি ঘটছে

বিশ্বায়নের নেতিবাচক দিক পরিবেশের ক্ষতি হচ্ছে কারখানা বানানোর জন্য গাছপালা কাটা হয় তাতে অনেক পশু পাখি বিলুপ্ত হয়ে যায়। কারখানা থেকে বিষাক্ত গ্যাস নির্গত হয়, তাতে বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তন ঘটে। কারখানার আবর্জনা থেকে পানি ও বায়ু দূষণ হয়। মেধা পাচার আমাদের দেশ থেকে অনেক ছাত্র-ছাত্রীরা বিদেশে গিয়ে শেখানে স্থায়ি ভাবে বসবাস করে এবং সেই দেশের জন্য সাফলতা অর্জন করে। এই ছাত্র-ছাত্রীদেরকে ছাড়া দেশকে উন্নত করতে পারবো না।

তৃতীয় বিশ্বের শ্রমিকদেরকে তাদের ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত করা হচ্ছে। শ্রমিকদেরকে কম বেতন দেওয়া হয়। আমেরিকার শ্রমিক এক দিনে যত টাকা বেতন পায়, সেই বেতন একটি বাঙ্গালি শ্রমিক এক মাস এ পায়। শ্রমিকদের চাকরী এবং জীবনের নিরাপত্তা নাই। কারখানাই অনেক দুর্ঘটনা হয় যেখানে অনেক শ্রমিকরা মারা যায়। রানা প্লাজার দুর্ঘটনা এবং সজীব কারখানার আগুন দুইটি উদাহরণ।

বিশ্বায়নের নেতিবাচক দিকগুলো কিভাবে প্রশমিত করা যায় পণ্য বহনকারী যানবাহন যেমন জাহাজ ও বিমানের গতি কমানো। গবেষণায় দেখা গিয়েছে যে যানবাহনের গতি ১০% কমালে দূষণের মাত্রা ২৭% কমে যায়। অনেক নতুন প্রযুক্তি আবিষ্কার করা হয়েছে যার দ্বারা দূষণের ক্ষতি কমানো যায়। সরকারের নিশ্চিত করতে হবে দেশের ব্যবসা ও প্রতিষ্ঠান এই প্রযুক্তিগুলো ব্যাবহার করে। সরকারের আইন পাস করতে হবে যেন দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো এমন জ্বালানি ব্যাবহার করে যার কার্বন মাত্রা তুলনামূলকভাবে কম।

বিদেশি প্রতিষ্ঠানগুলোর উপর কর কমাতে হবে, যাতে করে তারা তাদের মুনাফা বিদেশে না নিয়ে দেশেই বিনিয়োগ করে। দেশি ব্যবসাগুলো কম দামের সুবিধা নিতে পারে। সস্তা কাঁচামাল ব্যাবহার করে দেশি ব্যবসায়ীরা তাদের পণ্য - এর দাম কমাতে পারে। এতে করে তারা আন্তর্জাতিক বাজারে সফল হতে পারে। সাধারণ মানুষ বিদেশি পণ্য কিনতে পারবে।

বিশ্বায়ন ক্ষতির চেয়ে বেশি উপকার করেছে। বাংলাদেশ বিশ্বায়নের কারণে বিগত দশকে এত উন্নতি করতে পেরেছে। আমরা জানি বাংলাদেশ কাপড় রপ্তানি করে প্রতি বছর কোটি কোটি টাকা আয় করে। এতে করে লক্ষ লক্ষ মানুষ তাদের জীবিকা আয় করে। তবে সব জিনিসেরই ভাল ও মন্দ দিক থাকে। তেমনি বিশ্বায়নেরও ভাল ও মন্দ দিক আছে। সুতরাং, আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন বিশ্বায়নের মন্দটাকে সামাল দিয়ে ভালটাকে নিতে পারি। তা করতে পারলে বাংলাদেশ ভবিষ্যতে আরও উন্নত হতে পারবে। বিশ্বায়ন নিয়ে আমাদের মতামত