এই পূজাতে মহর্ষি বিজয়কৃষ্ণ, দেবীকে আথর্ব্বণী এবং অথর্ব্ব-আঙ্গিরস নামে বন্দনা করেছেন । এই
আথর্ব্বণী গ্রীক্ দেশে দেবী এথিনা নামে পূজিতা হয়েছিলেন। উল্লেখযোগ্য যে, গ্রীসে এবং ইতালিতে
প্রাচীন কালে অন্নপূর্ণা পূজা হত ।
অন্নকূট উৎসব।
চারদিনের এই পূজার, তৃতীয় দিনে অন্নকূট উৎসব পূজার একটি পর্ব্ব। এই
পূজাকে মহর্ষি 'মহাঅন্নপূর্ণা যজ্ঞ' বলে অভিহিত করেছেন। দেবীর সম্মুখে স্থিত বেদীতে অন্নের
একটি সুসজ্জিত পর্ব্বতাকার আকৃতি নির্মাণ করা হত। বিচিত্র বর্ণের বহু পুষ্পমাল্যের বেষ্টনী
দিয়ে এই অন্নের স্তূপকে, এবং তার শীর্ষ বা কূটকে সুসজ্জিত করা হত; অন্ন-স্তূপের শীর্ষে,
বজ্রের অনুকল্পে একটি নবনী(ননী)-পিণ্ড রাখা থাকত এবং তাতে তুলসীপাতা দিয়ে 'মা' বা
'বিশ্বমাতা' লেখা থাকত । বেদীর উপরে থাকত আকাশোপম চন্দ্রাতপ (চাঁদোয়া), এবং তার
থেকে নানা ফল, আম্র-পত্র, এবং শিশুদের নানা খেলনা, যেমন বাঁশী, ঝুমঝুমি, বল,
খেলনার হাতি-ঘোড়া-পাখী ইত্যাদি ঝোলান থাকত।
নানাপ্রকার সুরন্ধিত ভোগ্যদ্রব্য, ফল, অজস্র-মিষ্টান্ন, দধি, পায়স, অম্বল ইত্যাদি দেবীর
সামনে অন্নর সাথে নিবেদন করা হত। নানাবিধ সুবর্ণ-অলংকার, সুন্দর শারী এবং নানারঙের
ফুল ও ফুলের মালায় দেবীকে ভূষিত করা হত, এবং সমস্ত পূজামণ্ডপ ফুল ও ফলে
সুসজ্জিত থাকত । নানা রঙের চন্দ্রমল্লিকা এবং রক্তবর্ণ গোলাপের গুচ্ছ এবং স্বর্ণ-মুকুট (কিরীটী)
দেবীর শিরোদেশে শোভা পেত। দেবীর কণ্ঠে দুলত জবা, বিল্বপত্র এবং অপরাজিতার মালা।
প্রকাশকের মন্তব্য।
নিম্নে যে পূজা বিবরণী পরিবেশন করা হল, তা পুস্তকাকারে প্রকাশিত হয়েছিল। যাঁরা এবিষয়ে
অভিজ্ঞ নন, তাঁদের সুবিধার্থে, আমি কয়েকটি পাদটীকা (foot notes)/ 'প্রকাশকের মন্তব্য', এবং
উপরোক্ত ভূমিকাটি, মূল আলেখ্যর সাথে সংযোজন করেছি— যা মূল পুস্তকে নেই।
-দেবকুমার লাহিড়ী। (
[email protected])
--------------------------------------------------------------
শ্রী শ্রী বিশ্বমাতাপূজা। (অমা—ইন্দ্র সহ অদিতির পূজা।) আচার্য শ্রীমদ্ বিজয়কৃষ্ণ কৃত।
বঙ্গাব্দ ১৩৪৮, খ্রীষ্টাব্দ ১৯৪১।
সরলাদেবী চৌধুরাণী কর্ত্তৃক সংগৃহীত।
আচার্যদেবের শিষ্যগণ দ্বারা সম্পাদিত।
বঙ্গাব্দ ১৩৫৮, অগ্রাহয়ণ।
--------------------------------------------------------------
10/27/25, 10:04 AMশ্রী শ্রী বিশ্বমাতা পূজা । আচার্য্য শ্রীমদ্ বিজয়কৃষ্ণ কৃত শ্রী শ্রী বিশ্বমাতা (অমা/অদিতি) পূজা। মূর্ত্তি পূজা রহস্য এবং বেদ। ( ১৯৪১ সাল/ সন ১৩৪৮, শ্রীমতী সর…
https://upanishadinbengali.blogspot.com/2025/10/worship-of-aditiamavishvamaataauniversa.html 4/62