SUSMITA COLLEGE OF EDUCATION RECOGNIZED BY NCTE AFFILIATED TO B.S.A.E.U PRESENTED BY ANTARA BARIK B.ED. 4 TH SEMESTER ROLL 140262 NO 23005 COURSE: 1.4EPC3
Creating and using Blog Account Topic
What is Blog? নিজের প্রাত্যহিক জীবনের কিছু ঘটনা অথবা কোনো একটি নির্দিষ্ট বিষয়ের ওপর ধারাবাহিক ভাবে লেখার মাধ্যমে internet এ সকলের সাথে share করাকে বলা হয় bloging এবং website e লেখাগুলি হলো blog. Blog শব্দ এসেছে web log থেকে যেটি 1997সালের 17ই ডিসেম্বর । শব্দটির স্রষ্টা হলেন John Burger।
Step 1: প্রথমে একটি গুগল একাউন্ট ওপেন করতে হবে ।
Step 2 : যেকোনো browser থেকে যেমন chrome থেকে blogger.com type করতে হবে ।
Step 3: এখন create a unique and beautiful blog easily লেখা একটি পেজ আসবে।এরপর create a blog এ ক্লিক করতে হবে ।
Step 4: যেকোনো google account select করে sign in করতে হবে এবং Verify করতে হবে ।
Step 5 : এরপর google password দিয়ে next option এ ক্লিক করতে হবে ।
Step 6: এরপর যেকোনো একটি নাম দিতে হবে ব্লগ চ্যানেল টির জন্য দিয়ে next option e click করতে হবে ।
Step 7 : এখন web address এর জন্য যেকোনো সহজ নাম দিতে হবে । তারপর next option click করতে হবে ।
Step 8: এখন Display name দিয়ে ফিনিশ ক্লিক করলে ব্লগ চ্যানেল তৈরি হবে ।
Step 8 : পেজ টিতে (+)sign দেওয়া জায়গায় ক্লিক করলে new post এ ক্লিক করে নতুন কিছু লেখা টাইপ করতে হবে ।
Step 9 : arrow দেওয়া জায়গায় ক্লিক করলে publish post এর interface দেখাবে ওখানে confirm e click করলে ব্লগ এর লেখাটি post হবে ।
Reference পান্ডে, প্রণয়;তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণা; রীতা পাবলিকেশন; কলকাতা -৭০০০০৯. দে, দেবাশীষ;তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণা; আহেলী পাবলিশার্স;kolkata-৭০০০০৯.