নাম : মোসা : শারমিন আফতাব পদবী : সহকারী শিক্ষক প্রতিষ্ঠান : সাহাব্দিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পাঠ শিরোনামঃ হযরত আবু বকর ( রাঃ ) পাঠ্যাংশঃআরবের ---------- শাস্তি ! পাঠ – ১-২ শ্রেণিঃ তৃতীয় বিষয়ঃ বাংলা সময়ঃ ৪০ মিনিট পৃষ্ঠাঃ ৬১ তারিখঃ প রি চি তি
শিখনফল শিখনফলঃ এই পাঠ শেষে শিক্ষার্থীরা - বাক্যে ও শব্দে ব্যবহৃত যুক্তবর্ণের ধ্বনি শুনে শনাক্ত করতে পারবে । পাঠে ব্যবহৃত বাক্য ও শব্দে ফলাযুক্ত বর্ণের ধ্বনি স্পষ্ট স্বরে শুদ্ধভাবে বলতে পারবে । বাক্য ও শব্দে ব্যবহৃত ফলাযুক্ত যুক্তবর্ণের ধ্বনি শনাক্ত করে পড়তে পারবে । বাক্য ও শব্দে ব্যবহৃত যুক্তবর্ণের ধ্বনি শনাক্ত করে পড়তে পারবে । যুক্তব্যঞ্জনবর্ণ ভেঙে লিখতে পারে ।
https://youtu.be/FEGG2huk7vY?si=2aNgg7BrfDNx0r চলো একটি গান শুনি ও ভিডিও দেখি -
ইসলামের প্রথম খলিফার নাম কী ? তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন ? ইসলামের প্রথম মুয়াজ্জিন কে ছিলেন ? আয়েশা ( রাঃ ) কে ছিলেন ? ইসলামের প্রথম খলিফা কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন ? ------ কে কে বলতে পারবে - বলতে দিবো । পূর্বজ্ঞান যাচাই
সেই বালুর উপর দিয়ে হেঁটে চলেছেন হজরত আবু বকর ( রাঃ )। তিনি দেখলেন,উত্তপ্ত বালুতে শুয়ে আছে এক যুবক।যুবকের পাশে তার মনিব দাঁড়িয়ে আছে ।
হযরত আবু বকর ( রাঃ ) বললেন , ‘ কী করেছে এই যুবক ? কেন তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে ? ’ যুবকটির মনিব ক্রদ্ধ কণ্ঠে বললেন , ‘এ আমার ক্রীতদাস । সে ইসলাম গ্রহণ করেছে । তাই এই শাস্তি !’
যুক্তবর্ণ ভেঙ্গে লিখি ও শব্দ বানাই প্রান্তর তপ্ত অন্তর,গন্তব্য,শান্ত,অন্ত ন্ত সপ্তম,রপ্তানি,সপ্তাহ ন ত + প্ত প ত +
বইয়ের সাথে সংযোগ
শিক্ষকের আদর্শ পাঠ
শিক্ষকের আদর্শ পাঠ নতুন শব্দ - প্রান্তর,রাঃ , ক্রীতদাস,শাস্তি,তপ্ত । শব্দে আঙ্গুল রেখে পড়বে এবং শব্দগুলো খাতায় লিখবে । উচ্চারণ অনুশীলন - - সমস্বরে দলে পাঠ একক পাঠ ( প্রয়োজনীয় সহযোগিতা করবো )
বাক্য গঠন করি তপ্ত - দুপুরের রোদে তপ্ত বালুতে দাঁড়িয়ে থাকা যায় না । মনিব - মনিবের কথা শুনে কাজ করতে হয় । প্রান্তর - আরবের মরু প্রান্তরে উট চলাচল করে । হজরত আবু বকর ( রাঃ )- হজরত আবু বকর ( রাঃ ) ইসলামের প্রথম খলিফা ছিলেন ।
শূন্যস্থান পূরণ করি দুপুরের রোদে বালু --------------------------- হয়ে আছে । যুবকের পাশে তার ---------------------- দাঁড়িয়ে আছে । আরবের ---------------------- প্রান্তর । সেই বালুর উপর দিয়ে হেঁটে চলেছেন - ----------------------------------- ------- । মনিব , মরু , তপ্ত , ঠাণ্ডা , হজরত আবু বকর ( রাঃ )। তপ্ত মনিব মরু হজরত আবু বকর ( রাঃ )
বিপরীত শব্দ জেনে নেই প্রদত্ত শব্দ ------- বিপরীত শব্দ উত্তপ্ত ----------- ঠান্ডা শাস্তি ------------- ক্ষমা মনিব ------------- দাস
উত্তর বলি ও লিখি ১। তপ্ত বালুর উপর দিয়ে কে হেঁটে চলেছেন ? উত্তরঃ তপ্ত বালুর উপর দিয়ে হেঁটে চলেছেন হজরত আবু বকর ( রাঃ )। ২।যুবকের পাশে কে দাড়িঁয়ে ছিলেন ? উত্তরঃ যুবকের পাশে মনিব দাড়িঁয়ে ছিলেন । ৩।তপ্ত বালির উপর কাকে শুইয়ে রাখা হয়েছিল ? উত্তরঃ তপ্ত বালির উপর হযরত বিল্লাল আঃ শুইয়ে রাখা হয়েছিল ।
বাড়ির কাজ ১। ইসলামের প্রথম খলিফার নাম কী ? বাড়ি থেকে লিখে আনবে।শ্রেণিতে দেখাবে ।