হৃদপিণ্ড ( Heart ) হৃদপিণ্ড কি? এর অবস্থানও কাজ? হৃদপিণ্ডের গঠন। হৃদপিণ্ডের মধ্য দিয়ে রক্তসঞ্চালন
এর প্রধান কাজ হল শরীর থেকে অবিশুদ্ধ রক্ত ক্রমাগত ফুসফুসে পাঠানো ও ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত সমগ্র দেহে সঞ্চালন করা। মানবদেহে হৃদপিণ্ড হল বক্ষ গহ্বরের বাম পাশে দুই ফুসফুসের মাঝে অবস্থিত ত্রিকোনাকার একটি অঙ্গ।
এটি হৃদপেশি নামক একপ্রকার অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত। এটি Pericardium নামক এক ধরনের পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে। এর মূল গঠনে ৩টি স্তর রয়েছে। Epicardium ( বহিঃস্তর ) Myocardium (মধ্যস্তর) Endocardium (অন্তঃস্তর) হৃদপিণ্ডের গঠন
Epicardium ( বহিঃস্তর ): এটি যোজক কলা দিয়ে গঠিত। এখানে বিক্ষিপ্তভাবে চর্বি থাকে ও আবরণী কলা দিয়ে আবৃত থাকে। Myocardium ( মধ্যস্তর ): দৃঢ় অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত এ স্তর বহিঃস্তর ও অন্তঃস্তরের মাঝে অবস্থিত। Endocardium ( অন্তঃস্তর ): এ স্তর হ্রদপিন্ডের প্রকোষ্ঠ ও কপাটিকা –কে আবৃত করে রাখে। এটি পেশি টিস্যু, যোজক টিস্যু ও ভাসকুলার এন্ডোথেলিয়াম- এর ৩ স্তরে গঠিত।
হৃদপিণ্ডে রক্ত সঞ্চালন
হৃদপিণ্ড প্রতিনিয়ত সংকোচন ও প্রসারনের (সিস্টোল-ডায়াস্টোল) মাধ্যমে সমগ্র দেহে রক্ত সঞ্চালন ঘটে। এ রক্ত সঞ্চালন প্রক্রিয়া হৃদপিণ্ডের ৪টি প্রকোষ্ঠে, ৪টি কপাটিকা ও কয়েকটি শিরা-ধমনীর মধ্য দিয়ে হয়ে থাকে। ** চিত্রের ‘ডান-বাম’ বাস্তবিক ‘বাম-ডান’। চিত্রঃ হৃদপিন্ডের ৪ প্রকোষ্ঠ
ডান অলিন্দ ও ডান নিলয় ট্রাইকাসিপড ভাল্ভ দ্বারা সুরক্ষিত থাকে। বাম অলিন্দ ও বাম নিলয় বাইকাসিপড ভাল্ভ ( Mitral valve ) দ্বারা সুরক্ষিত থাকে । চিত্রঃ হৃদপিন্ডের ৪টি কপাটিকা ** অর্ধচন্দ্রাকার Aortic valve ও Pulmonic Valve এর কারনে পাম্প করা রক্ত সর্বদা একই দিকে চলে। কখনোই উলটোমুখী হয় না।
ফুসফুস - হৃদপিণ্ড - শরীর (বিশুদ্ধ রক্ত) শরীর থেকে অবিশুদ্ধ রক্ত হৃদপিণ্ডের মধ্য দিয়ে প্রবেশ করে একই সাথে ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত হৃদপিণ্ডের মধ্য দিয়ে সমগ্র দেহে সঞ্চালন করা। ৬. Aortic Valve হৃদপিন্ড