6. Preposition ( পদান্বয়ী অব্যয় ): Preposition: Pre= পূর্বে , Position= অবস্থান ; যে Word Noun বা Pronoun – এর পূর্বে বসে এবং বাক্যের মধ্যে অবস্থিত অন্যান্য শব্দের সাথে সম্পর্ক নির্ধারণ করে , তাকে Preposition বলে। Preposition relates a noun or pronoun to another word. যেমনঃ at ( স্থান , কাল , নিকটে , দিকে) , in ( ভিতরে , মধ্যে , অন্তর্গত) , of ( মালিকানা , সম্বন্ধ , সম্পর্ক) , on ( উপরে , তারিখ , সময় , দিনের আগে) , to ( দিকে , প্রতি , পর্যন্ত , অবধি) , with ( সঙ্গে , দিয়ে) , by ( পাশে , কাছে , ধারে , নিকটে , দ্বারা , কতৃক) , for ( উদ্দেশ্য , কারণে , জন্যে) , from ( হতে , থেকে , চেয়ে , ‘ অসুখের কারণে) ; before ( সামনে , পূর্বে , আগে) , behind( পেছনে) , over( উপরে) , since( নির্দিষ্ট সময়ের বিন্দু থেকে) , than ( চেয়ে) , under ( নীচে ) The book is on the table. I am going to Delhi. She is in the kitchen.