মোঃ সিদ্দিক আলী সিরাজী সহকারী শিক্ষক (বিজ্ঞান) কয়ড়া ছারা নাসির আলিম মাদ্রাসা,ভাঙ্গুড়া, পাবনা। শ্রেণিঃ নবম বিষয়ঃ জীব বিজ্ঞান অধ্যায়ঃ দ্বিতীয় সময়ঃ ৪৫ মিনিট
নিচের চিত্র গুলো লক্ষ্য কর
জীব কোষ ও টিস্যু
চিত্রের ছবিটি লক্ষ্য কর চিত্রঃ রবার্ট হুক
এই পাঠশেষে শিক্ষার্থীরা -- ১ । কোষ কী তা বলতে পারবে । ২। কোষের শ্রেণি বিভাগ করতে পারবে উদ্ভিদ কোষের কোষ প্রাচীর ও প্লাস্টিড এর গঠন বর্ননা করতে পারবে ৪।উদ্ভিদ কোষ ও প্রাণি কোষের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করতে পারবে । শিখনফল
নিউক্লিওলাস নিউক্লিয়ার মেম ব্রে ন নিউক্লিওড ক্রোমাটিন তন্তু নিউক্লিওপ্লাজম চিত্রঃ প্রকৃত কোষ চিত্রঃ আদি কোষ
কোষের প্রকারভেদঃ নিউক্লিয়াসের সংগঠনের ভিত্তিতে কোষ দুই ধরনের যথা আদি কোষ ও প্রকৃত কোষ ।
কোষঃ বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরুপ তৈরি করতে পারে এমন সত্তাকে কোষ বলে । চিত্রঃ কোষ
আদি কোষঃ এধরনের কোষে কোন সুগঠিত নিউক্লিস থাকে না । এধরনের কোষকে আদিনিউক্লিসযুক্ত কোষ ও বলা হয় । চিত্রঃ আদিকোষ
প্রকৃত কোষঃ এসব কোষে নিউক্লিয়াস সুগঠিত অর্থাৎ নিউক্লিয়ার ঝিল্লী দ্বারা নিউক্লিয়াস যুক্ত কোষ ও বলা হয় । চিত্রঃ প্রকৃত কোষ
একক কাজ সময়ঃ ৫ মিনিট আদি কোষের ২টি বৈশিষ্ট্য লিখ প্রকৃত কোষের ২টি বৈশিষ্ট্য লিখ ।
দেহ কোষ জনন কোষ নিচের চিত্র দুইটি লক্ষ করি
কাজের ভিত্তিতে কোষ দুই প্রকার । যথাঃ ১। দেহ কোষ ২। জনন কোষ
দেহ কোষঃ যে কোষ দেহ গঠন করে কিন্তু জনন কাজে অংশ গ্রহন করে না তাকে দেহ কোষ বলে। চিত্রঃ দেহ কোষ
জনন কোষঃ যে কোষ জনন কাজে অংশ গ্রহন করে কিন্তু মুল দেহ গঠন করে না তাকে জনন কোষ বলে। চিত্রঃ জনন কোষ
নিচের চিত্র দুইটি লক্ষ করি উদ্ভিদ কোষ প্রাণি কোষ
জীব কোষ দুই ধরনের । যথাঃ ১। উদ্ভিদ কোষ ২। প্রাণি কোষ ।
জোড়ায় কাজ উদ্ভিদ কোষ ও প্রাণি কোষের মধ্যে পার্থক্য লিখ ৪ টি । ১০ মিনিট
উদ্ভিদ কোষ ও প্রাণি কোষের মধ্যে পার্থক্য লিখঃ উদ্ভিদ কোষ প্রাণি কোষ ১। কোষ প্রাচীর থাকে । ১। কোষ প্রাচীর থাকে না । ২। ক্লোরোপ্লাস্ট থাকে । ২। ক্লোরোপ্লাস্ট থাকে না । ৩। সেন্ট্রোজোম থাকে না । ৩। সেন্ট্রোজোম থাকে । ৪। বড় কোষ গহবর থাকে । ৪। কোষ গহবর সাধারনত অনুপস্থিত থাকে, থাকলে আকারে ছোট ।
মূল্যায়নঃ কোষ কি, কোষ কত প্রকার, উদ্ভিদ কোষের দুইটি বৈশিষ্ট্য লিখ ।
বাড়ির কাজ উদ্ভিদ কোষ ও প্রাণি কোষের চিহ্নিত চিত্র অংকন কর।