“ শেখ হাসিনার উদ্যোগ-ঘরে ঘরে বিদ্যুৎ ” গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিদ্যুৎ বিভাগ, পরিকল্পনা শাখা-৩ www.powerdivision.gov.bd বিষয়ঃ “ ওয়েস্ট জোন এলাকায় বিদ্যু ৎ বিতরণ ব্যবস্থার সম্প্রসারণ ও পরিবর্ধন প্রকল্প ” শীর্ষক প্রকল্পের প্রকল্প বাস্তবায়ণ কমিটির 4র্থ সভার কার্যপত্র।” আলোচ্য সূচ ীঃ ১. ১ । প্রকল্পের 3য় পিআইসি সভার সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি । 1.2 । প্রকল্পের বার্ষিক উন্নয়ন কর্মসূচীতে বরাদ্দ ও বাস্তবায়ন অগ্রগতি ; ১. 3 । প্রকল্পের অঙ্গভিত্তিক লক্ষমাত্রা ও অগ্রগতি ( লক্ষ টাকা ); 1.4। প্রকল্প বাস্তবায়নে সমস্যা ;
আলোচ্য সূচ ী ১. ১ । প্রকল্পের 3য় পিআইসি সভার সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি । ক্র : ন : সিদ্ধান্ত / সুপারিশ বাস্তবায়ন অগ্রগতি ৩ . ১ প্রকল্পের আওতায় বিতরণ লাইন নির্মাণের জন্য অবশিষ্ট দরপত্র সমুহ ফেব্রুয়ারি ২০২০ এর মধ্যে প্রক্কলন অনুমোদন , মার্চ ২০২০ এর মধ্যে দরপত্র আহবান এবং এপ্রিল 2020 এর মধ্যে চুক্তি সম্পন্ন করতে হবে । প্রকল্পের আওতায় বিতরণ লাইন নির্মাণের জন্য মার্চ ২০২০ এর মধ্যে দরপত্র আহবান করা হলেও কোভিড - ১৯ পরিস্থিতির কারনে সাধারন ছুটি থাকায় দরপত্র উন্মুক্তের সময় পরিবর্তিত হওয়ায় দরপত্র গ্রহন বিলম্বিত হয়েছে ফলে চুক্তি সম্পন্ন বিলম্বিত হয়েছে । জুন’ 2020 মাসে চুক্তি সম্পন্ন করা হয়েছে। 3.2 এপ্রিল ২০২০ এর প্রথম সপ্তাহে প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা আয়োজন করতে হবে । উক্ত সভায় প্রকল্পের আওতায় নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিগণকে উপস্থিত থাকতে হবে । কোভিড - ১৯ পরিস্থিতির জন্য সাধারন ছুটি থাকায় এপ্রিল ২০২০ মাসে প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা আয়োজন করা সম্ভব হয়নি। প্রকল্প বাস্তবায়ন কমিটির সভায় প্রকল্পে নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধির উপস্থিতি নিশ্চিত করা হবে। 3.3 অনুমোদিত ডিপিপির অনুমোদিত অঙ্গসমূহ ও প্রকল্প মেয়াদের বাইরে কোনক্রমেই কোনো চুক্তি স্বাক্ষর করা যাবে না । অনুমোদিত ডিপিপির অনুমোদিত অঙ্গসমূহ ও প্রকল্প মেয়াদের বাইরে কোনো চুক্তি স্বাক্ষর করা হবে না । ৩ . ৪ লাইন নির্মাণ ও পূনর্বাসন কাজের মালমাল ক্রয় কার্য্যক্রম দ্রুততার সাথে সম্পন্ন করতে হবে এবং ক্রয় কার্যক্রমে অবশ্যই পিপিআর ২০০৮ ও পিপিএ ২০০৬ যথাযথভাবে প্রতিপালন করতে হবে । প্রকল্পের আওতায় লাইন নির্মাণ ও পূনর্বাসন কাজের মালমাল ক্রয় কার্য্যক্রম দ্রুততার সাথে সম্পন্নের প্রচেষ্টা অব্যহত আছে এবং ক্রয় কার্যক্রমে সর্বদা পিপিআর ২০০৮ ও পিপিএ ২০০৬ যথাযথভাবে প্রতিপালন করা হচ্ছে। ৩ . ৫ নতুন লাইন ও পুর্নবাসনের জন্য লাইন যথাযথভাবে নির্মাণ করতে হবে। প্রকল্পের আওতায় যথাযথভাবে নতুন লাইন ও পুর্নবাসনের জন্য লাইন নির্মাণ কাজ চলমান আছে। ৩ . ৬ প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রয়োজন হলে যথাসময়ে তার প্রস্তাব বিদ্যুৎ বিভাগে প্রেরণ করতে হবে । প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব যথাসময়ে বিদ্যুৎ বিভাগে প্রেরণ করা নিশ্চিত করা হবে।
আলোচ্য সূচি-১. 2- প্রকল্পের বার্ষিক উন্নয়ন কর্মসুচিতে বরাদ্দ ও বাস্তবায়ন অগ্রগতি ১. 2 .১। প্রকল্পের সংক্ষিপ্ত পরিচিতিঃ ক) প্রকল্পের নামঃ ওয়েস্ট জোন এলাকায় বিদ্যু ৎ বিতরণ ব্যবস্থার সম্প্রসারণ ও পরিবর্ধন প্রকল্প । খ) প্রকল্প বাস্তবায়ন সময়কালঃ ১লা জুলাই ২০১ ৭ হতে ৩০ জুন ২০২১। গ) প্রকল্প অনুমোদনের তারিখঃ ০৭-১১-201৭ তারিখে অনুষ্ঠিত একনেক সভায় অনুমোদিত হয়েছে । ঘ ) প্রকল্প ব্যয়ঃ ( লক্ষ টাকা ) জিওবি প্রকল্প সাহায্য সংস্থার নিজস্ব মোট মূল অনুমোদিত ১,১৯,৭৮৯.৫১ - ৫,১১৫.৫৪ ১,২৪,৯০৫.০৫ সংশোধিত ( যদি থাকে ) - - - -
১. 2 .১। প্রকল্পের সংক্ষিপ্ত পরিচিতিঃ ঙ) বাস্তবায়নকারী সংস্থা : ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড । চ ) প্রকল্প এলাকা : প্রকল্পটি ঢাকা বিভাগের ৫টি জেলা শহর (ফরিদপুর , রাজবাড়ী , মাদারীপুর , গোপালগঞ্জ ও শরীয়তপুর) , খুলনা বিভাগের ১০টি জেলা শহর (খুলনা , বাগেরহাট , যশোর , সাতক্ষীরা , নড়াইল , ঝিনাইদহ , মেহেরপুর , কুষ্টিয়া , চুয়াডাঙ্গা ও মাগুরা) এবং বরিশাল বিভাগের ৬টি জেলা শহর (বরিশাল , পিরোজপুর , ঝালকাঠি , পটুয়াখালী , বরগুনা ও ভোলা) এবং ২০ টি উপজেলা শহরে বাস্তবায়িত হবে। ছ ) প্রকল্পের উদ্দেশ্যঃ নতুন বিতরন লাইন নির্মা ণ ও বিদ্যমান বিতরন লাইনের পূণর্বাসনের মাধ্যমে বিতরন নেটওয়ার্ক শক্তিশালী করে বিদ্যুৎ বিভ্রাট কমিয়ে আ না । দীর্ঘ দিনের পুরাতন আবাসিক ও অনাবাসিক ভবনের পূণর্বাসনের পাশাপাশি নতুন নতুন ভবন নির্মান করে সুন্দর কর্মপরিবেশ সৃষ্টি করা । কারিগরী ও অ-কারিগরী সিষ্টেম লস হ্রাস করা। গ্রাহককে মান সম্মত বিদ্যুৎ সরবরাহ প্রদান করা। ৬.০০ লক্ষ নতুন সংযোগ প্রদান করা ।
১. ২ .১ । প্রকল্পের সংক্ষিপ্ত পরিচিতিঃ জ) প্রকল্পের কা র্যপরিধিঃ ১১ কেভি লাইন ( নতুন ): ৫৮৭.৯০ কিঃমিঃ ১১ কেভি লাইন ( পুনর্বাসন ) : ৬২০.৮৭ কিঃমিঃ ১১/০.৪ কেভি লাইন ( নতুন ) : ৮৬৬.২২ কিঃমিঃ ১১/০.৪ কেভি লাইন ( পুনর্বাসন ): ৭৩৬.৯৮ কিঃমিঃ ০.৪ কেভি লাইন ( নতুন ) : ৯৫৪.৮০ কিঃমিঃ ০.৪ কেভি লাইন ( পুনর্বাসন ): ১,০৩২.৩৯ কিঃমিঃ বিতরণ ট্রান্সফরমার স্হাপন : ২,৫৩০ টি পূর্ত কাজ ( আবাসিক / অনাবাসিক ) : ৫৩,২৭৮.৮১ বর্গ মিঃ
১.২.২ বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ ও বাস্তবায়ন অগ্রগতিঃ ( লক্ষ টাকা) অর্থ বছর এডিপি-তে বরাদ্দ এডিপি বাস্তবায়ন অগ্রগতি ক্রমপূঞ্জিত অগ্রগতি জুন /২০২০ মোট ( জিওবি ) মোট ( জিওবি ) আর্থিক অগ্রগতি ভৌত অগ্রগতি ২০১7-১8 400.00 400.00 38.31% 58.77% ২০১8-১9 ১৮,৭৬৬.০০ ১৮,৭৬৬.০০ 2019-20 28,000.00 ২৬,৭২৮.৮৯ মোট জিওবি মন্তব্য বরাদ্দ 23,5০০.00 23,5০০.00 ২০২০ -২১ অর্থ বছরের ১ম কিস্তির অর্থ ছাড় প্রক্রিয়াধীন রয়েছে । অগ্রগতি ০.০০ ০.০০ ২০২০-২১ অর্থ বছরে এডিপি বরাদ্দ ও অগ্রগতিঃ ( লক্ষ টাকা )
আলোচ্য সূচি- 1.3। প্রকল্পের অঙ্গভিত্তিক লক্ষমাত্রা ও অগ্রগতি ( লক্ষ টাকা ) ক্র : নং কার্যক্রম ডিপিপি অনুযায়ী ( জিওবি বরাদ্দ ) প্রকল্পের শুরু হতে জুন ২০ ২০ পর্যন্ত ক্রমপুঞ্জিভূত অগ্রগতি ২০20 - ২1 অর্থ বছরের লক্ষ্যমাত্রা ২০20 - ২1 অর্থ বছররে অর্জন (জুলাই ২০ ২০ পর্যন্ত ) মন্তব্য 1 2 3 4 5 6 7 ক . আর্থিক অগ্রগতি ( লক্ষ টাকায় ) i. সামগ্রিক কার্যক্রম ১১৯৭৮৯.৫১ 45894.89 ২35০০.০০ - -
আলোচ্য সূচি- 1.3। প্রকল্পের অঙ্গভিত্তিক লক্ষমাত্রা ও অগ্রগতি ( লক্ষ টাকা ) ক্র : নং কার্যক্রম ডিপিপি অনুযায়ী ( জিওবি বরাদ্দ ) প্রকল্পের শুরু হতে জুন ২০ ২০ পর্যন্ত ক্রমপুঞ্জিভূত অগ্রগতি ২০20 - ২1 অর্থ বছরের লক্ষ্যমাত্রা ২০20 - ২1 অর্থ বছররে অর্জন ( জুলাই ২০ ২০ পর্যন্ত ) মন্তব্য 1 2 3 4 5 6 7 খ . ভৌত অগ্রগতি i. যানবাহন ( জীপ ০2টি, ডাবল কেবিন পিকআপ-০৪টি, মটর সাইকেল-১5টি) ৩৫৭.৬০ ( লক্ষ টাকা ) ৩৫৭.৩২ ( লক্ষ টাকা ) ( জীপ ০2টি, ডাবল কেবিন পিকআপ-০৪টি ) মটর সাইকেল-07টি - - - ii. যন্ত্রপাতি ও সরজ্ঞামাদি ৯০১০৭.৯১ ( লক্ষ টাকা ) 44282.06 ( লক্ষ টাকা ) (49.14%) ২1000.০০ ( লক্ষ টাকা ) - প্রকল্পের আওতায় ডিপিপি সংস্থান অনুযায়ী বিতরন লাইন নির্মান ও পুনর্বাসন কাজের জন্য প্রয়োজনীয় মালামাল ক্রয় কাজ চলমান আছে । iii. লাইন নির্মান ব্যায় ( নতুন ২৪০৮.৯২ কি:মি :, পুনর্বাসন ২৩৯০.২৪ কি:মি :, মোট ৪৭৯৯.১৬ কি:মি :) ৯০১০.৭৯ ( লক্ষ টাকা ) 850.00 ( লক্ষ টাকা ) ( নতুন 812.64 কি:মি :, পুনর্বাসন 440.76 কি:মি :, মোট 1253.4 কি:মি :) (9.43%) 2000.০০ ( লক্ষ টাকা ) ( নতুন 1424.71কি:মি:, পুনর্বাসন 400.০ কি:মি :, মোট 1824.71কি:মি:) - প্রকল্পের আওতায় হাতে নেয়া 3078.11 কি:মি : বিতরন লাইন নির্মান ও পুনর্বাসন কাজের মধ্যে 1253.4 কি:মি : বিতরন লাইন নির্মান ও পুনর্বাসন কাজ সম্পন্ন হয়েছে । অবশিষ্ঠ 1824.71 কি:মি : বিতরন লাইন নির্মান ও পুনর্বাসন কাজ চলমান রয়েছে । যা ডিসেম্বর 2020 এর মধ্যে সমাপ্ত হবে । iv. পূর্তকাজ (আবাসিক/অনাবাসিক) (53278.81 বর্গ মি:) ৯৮৯৬.৮৩ ( লক্ষ টাকা ) ৩৩৯.১৬ ( লক্ষ টাকা ) (১৫৪১.৫৪ বর্গ মি:) (১৫.৫৭%) 450.০০ ( লক্ষ টাকা ) (2000.00 বর্গ মি :) - প্রকল্পের আওতায় পুর্ত স্থাপনা নির্মান কাজের জন্য পরামর্শক প্রতিষ্ঠানের সাথে ১৪’ জুলাই 2020 ইং তারিখে চুক্তি সম্পন্ন হয়েছে। পরামর্শক প্রতিষ্ঠান কর্তৃক অক্টোবর 2020 এর মধ্যে অফিস বিল্ডিং এর নক্সা, প্রাক্কলন ও দরপত্র দলিল প্রস্তুতের পর দরপত্র আহ্বান করা হবে। v. পরামর্শক সেবা ২৭১.৮৬ ( লক্ষ টাকা ) 66.35 ( লক্ষ টাকা ) (24.40%) 50.0 ( লক্ষ টাকা ) - প্রকল্পের আওতায় পরামর্শক প্রতিষ্ঠান বিতরন লাইন নির্মান ও পুনর্বাসন কাজের জন্য সার্ভে , নক্সা প্রনয়ন এবং প্রাক্কলন প্রস্তুতের কাজ সম্পন্ন করেছে । নির্মানাধীন বিতরন লাইন ও পুনর্বাসন কাজের সুপারভিশন কাজ চলমান আছে ।
আলোচ্য সূচি- 1.4। প্রকল্প বাস্তবায়নে সমস্যা : প্রকল্পের মেয়াদকাল ১লা জুলাই ২০১ ৭ হতে ৩০ জুন ২০২১ইং পর্যন্ত । জুন 2020 পর্যন্ত প্রকল্পটির ক্রমপুজ্ঞিভুত আর্থিক অগ্রগতি 38.31% এবং ভৌত অগ্রগতি 58.77%। প্রকল্পের অনুমোদিত ডিপিপির সংস্থান অনুযায়ী সমুদয় কাজ সুষ্ঠ ভাবে সম্পন্নের জন্য প্রকল্পটির ব্যায় বৃদ্ধি ব্যতিরেকে মেয়াদ বৃদ্ধির প্রয়োজন রয়েছে ।
ধন্যবাদ
প্রকল্পের কা র্যপরিধি ও বাস্তবায়ন অগ্রগতি ক্র নং প্রকল্পের কা র্যপরিধি ডিপিপির সংস্থান হাতে নেয়া কাজের পরিমান সম্পাদিত কাজের পরিমান চলমান কাজের পরিমান মন্তব্য ১. ১১ কেভি লাইন (নতুন) ৫৮৭.৯০ কিঃমিঃ 425 কিঃমিঃ 56.72 কিঃমিঃ 368.28 কিঃমিঃ ডিপিপি সংস্থান অনুযায়ী অবশিষ্ট বিতরন লাইন নির্মান ও পূনর্বাসন কাজের প্রয়োজনীয় মালামাল ক্রয় কাজ চলমান আছে । ২. ১১ কেভি লাইন (পুনর্বাসন) ৬২০.৮৭ কিঃমিঃ 141.2 কিঃমিঃ 86.9 কিঃমিঃ 54.3 কিঃমিঃ ৩. ১১/০.৪ কেভি লাইন (নতুন) ৮৬৬.২২ কিঃমিঃ 860.৩৫ কিঃমিঃ 258.33 কিঃমিঃ 602.02 কিঃমিঃ ৪. ১১/০.৪ কেভি লাইন (পুনর্বাসন) ৭৩৬.৯৮ কিঃমিঃ 260.9 কিঃমিঃ 97.69 কিঃমিঃ 163.21 কিঃমিঃ ৫. ০.৪ কেভি লাইন (নতুন) ৯৫৪.৮০ কিঃমিঃ 952 কিঃমিঃ 497.59 কিঃমিঃ 454.41 কিঃমিঃ ৬. ০.৪ কেভি লাইন (পুনর্বাসন) ১০৩২.৩৯ কিঃমিঃ 438.66 কিঃমিঃ 256.17 কিঃমিঃ 182.49 কিঃমিঃ ৭. বিতরণ ট্রান্সফরমার স্হাপন ২৫৩০ টি 900 টি 352 টি 548 টি ৮. পূর্ত কাজ (আবাসিক/ অনাবাসিক) ৫৩২৭৮.৮১ বর্গ মিঃ 3541.54 বর্গ মিঃ ১৫৪১.৫৪ বর্গ মি: 2000.00 বর্গ মি:
চিত্র পূর্বে র অবস্থা : হাটগোপালপুর ফিডার, পাঁচমাইল থেকে বিজয় পুর পরবর্তী অবস্থা