“ওয়েস্ট জোন এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সম্প্রসারণ ও পরিবর্ধন প্রকল্প” শীর্ষক প্রকল্পের প্রকল্প বাস্তবায়ণ কমিটি’র ৫ম সভার কার্যপত্র। উপস্থাপনায় ( মোঃ শফিকুল ইসলাম ) প্রকল্প পরিচালক ( তত্ত্বাবধায়ক প্রকৌশলী ) ওয়েস্ট জোন এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সম্প্রসারণ ও পরিবর্ধন প্রকল্প ওজোপাডিকো , খুলনা ।
1। প্রকল্পের ৪র্থ পিআইসি সভার সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতিঃ ক্র : ন : সিদ্ধান্ত / সুপারিশ বাস্তবায়ন অগ্রগতি ১. প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি আরো ত্বরান্বিত করার জন্য যথাযথ উদ্যোগ গ্রহন করতে হবে । প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ত্বরান্বিত করনের জোর প্রচেষ্টা অব্যহত আছে । 2. বাস্তবতার নিরিখে মেয়াদ বৃদ্ধির প্রয়োজন হলে প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রয়োজনীয় প্রস্তাব বিদ্যুৎ বিভাগে যথাসময়ে প্রেরণ করতে হবে । প্রকল্পের মেয়াদ ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে 1 (এক) বছর অর্থাৎ 30/6/2022 ইং পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। 3. প্রকল্পের আওতায় বিদ্যমান বিতরণ লাইন পুনর্বাসনের জন্য অবশিষ্ট সকল দরপত্রের চুক্তি সেপ্টেম্বর ২০২০ এর মধ্যে সম্পন্ন করতে হবে । প্রকল্পের আওতায় বিদ্যমান বিতরণ লাইন পুনর্বাসনের সকল দরপত্রের চুক্তি অক্টোবর ২০২০ এর মধ্যে সম্পন্ন হয়েছে।
2। প্রকল্পের সংক্ষিপ্ত পরিচিতিঃ ক ) প্রকল্পের নামঃ ওয়েস্ট জোন এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সম্প্রসারণ ও পরিবর্ধন প্রকল্প। খ) প্রকল্প বাস্তবায়ন সময়কালঃ ১লা জুলাই ২০১৭ হতে ৩০ জুন ২০২2। গ) প্রকল্প অনুমোদনের তারিখঃ প্রকল্প টি ০৭-১১-201৭ তারিখে একনেক সভায় অনুমোদিত হয়েছে । ঘ ) প্রকল্প ব্যয়ঃ জিওবি প্রকল্প সাহায্য সংস্থার নিজস্ব মোট মূল অনুমোদিত ১,১৯,৭৮৯.৫১ - ৫,১১৫.৫৪ ১,২৪,৯০৫.০৫ সংশোধিত ( যদি থাকে ) - - - - ( লক্ষ টাকা ) ঙ ) প্রকল্প এলাকা : প্রকল্পটি ঢাকা বিভাগের ৫টি জেলা শহর (ফরিদপুর , রাজবাড়ী , মাদারীপুর , গোপালগঞ্জ ও শরীয়তপুর) , খুলনা বিভাগের ১০টি জেলা শহর (খুলনা , বাগেরহাট , যশোর , সাতক্ষীরা , নড়াইল , ঝিনাইদহ , মেহেরপুর , কুষ্টিয়া , চুয়াডাঙ্গা ও মাগুরা) এবং বরিশাল বিভাগের ৬টি জেলা শহর (বরিশাল , পিরোজপুর , ঝালকাঠি , পটুয়াখালী , বরগুনা ও ভোলা) এবং ২০ টি উপজেলা শহরে বাস্তবায়িত হবে।
সরকারের ভিশন “২০২১ সালের মধ্যে সকলের জন্য বিদ্যুৎ” নিশ্চিতকরণার্থে বিদ্যুৎ বিতরন ব্যবস্থার নির্মাণ ও পুনর্বাসন করা। বিদ্যুৎ বিতরন ব্যবস্থার নির্ভরযোগ্যতা ও স্থিতিশীলতা নিশ্চিত করা। বিদ্যুৎ বিতরন ব্যবস্থার বিদ্যুৎ বিভ্রাট কমিয়ে আনা । চ) প্রকল্পের উদ্দেশ্য : ছ) প্রকল্পের মূল কার্যক্রম : ১১ কেভি লাইন ( নতুন )- ৫৮৭.৯০ কিঃমিঃ ১১ কেভি লাইন ( পুনর্বাসন )- ৬২০.৮৭ কিঃমিঃ ১১/০.৪ কেভি লাইন ( নতুন )- ৮৬৬.২২ কিঃমিঃ ১১/০.৪ কেভি লাইন ( পুনর্বাসন )- ৭৩৬.৯৮ কিঃমিঃ ০.৪ কেভি লাইন ( নতুন )- ৯৫৪.৮০ কিঃমিঃ ০.৪ কেভি লাইন ( পুনর্বাসন )- ১০৩২.৩৯ কিঃমিঃ বিতরণ ট্রান্সফরমার স্হাপন- ২৫৩০ টি পূর্ত কাজ (আবাসিক/ অনাবাসিক/অন্যান্য) -৫৩২৭৮.৮১ বর্গ মিঃ
৩। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ ও বাস্তবায়ন অগ্রগতিঃ অর্থ বছর এডিপি বরাদ্দ এডিপি বাস্তবায়ন অগ্রগতি 2021-2022 অর্থ বছরের জুলাই 2021 পর্যন্ত অগ্রগতি জুলাই 2021 পর্যন্ত ক্রমপূঞ্জিত অগ্রগতি জিওবি ( লক্ষ টাকা ) জিওবি ( লক্ষ টাকা ) % অর্থ ছাড় আর্থিক ভৌত আর্থিক ভৌত ২০১7-১8 400.00 400.00 100 ১ম কিস্তি ( 2000 লক্ষ টাকা ) অর্থ ছাড় প্রক্রিয়াধীন - 4.68 50.83% 67.56% ২০১8-১9 ১৮,৭৬৬.০০ ১৮,৭৬৬.০০ 100 2019-20 28,000.00 ২৬,৭২৮.৮ 95.46 2020-21 150,00.00 150,00.00 100 2021-22 80,00.00 - মোট 70166.00 60894.89
৪। প্রকল্পের মূল কার্যক্রমের জুলাই ২০২1 পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি : ক্রমিক নং কার্যক্রম একক ডিপিপি’র সংস্থান অগ্রগতি পরিমান % ১. ১১ কেভি লাইন ( নতুন ) কিঃমিঃ ৫৮৭.৯০ 134.12 22.81% ২. ১১/০.৪ কেভি লাইন ( নতুন ) কিঃমিঃ ৮৬৬.২২ 551.14 63.63% ৩. ০.৪ কেভি লাইন ( নতুন ) কিঃমিঃ ৯৫৪.৮০ 886.73 92.87% মোট নতুন লাইন নির্মান কিঃমিঃ 2,408.92 1571.99 65.25% ৪. ১১ কেভি লাইন ( পুনর্বাসন ) কিঃমিঃ ৬২০.৮৭ 303.98 48.96% ৫. ১১/০.৪ কেভি লাইন ( পুনর্বাসন ) কিঃমিঃ ৭৩৬.৯৮ 192.83 26.16% ৬. ০.৪ কেভি লাইন (পুনর্বাসন) কিঃমিঃ ১,০৩২.৩৯ 375.92 36.41% মোট বিতরন লাইন পুনর্বাসন কিঃমিঃ 2,390.24 872.73 36.51% ৭. বিতরণ ট্রান্সফরমার স্হাপন টি ২,৫৩০ 888 35.10% ৮. পূর্ত কাজ ( আবাসিক / অনাবাসিক / অন্যান্য ) বর্গ মিঃ ৫৩,২৭৮.৮১ 5,350.0 10.04%
ক্র : নং কার্যক্রম ডিপিপি অনুযায়ী জিওবি বরাদ্দ ( লক্ষ টাকা ) প্রকল্পের শুরু হতে জুন ২০ ২1 পর্যন্ত ক্রমপুঞ্জিত অগ্রগতি ( লক্ষ টাকা ) ২০21 - ২2 অর্থ বছরের লক্ষ্যমাত্রা ( লক্ষ টাকা ) ২০21 - ২2 অর্থ বছরের জুলাই , ২০ ২1 পর্যন্ত অর্জন ( লক্ষ টাকা ) মন্তব্য 1 2 3 4 5 6 7 i . যানবাহন ( জীপ ০2টি, ডাবল কেবিন পিকআপ-০৪টি, মটর সাইকেল-১5টি) ৩৫৭.৬০ ৩৫৭.৩২ ( জীপ ০2টি, ডাবল কেবিন পিকআপ-০৪টি মটর সাইকেল-07টি) - - প্রকল্পের আওতায় যানবাহন ক্রয়কাজ সমপন্ন হয়েছে । ii. যন্ত্রপাতি ও সরঞ্জামাদি ৯০১০৭.৯ 57928.83 (64.28%) 5925.00 - প্রকল্পের আওতায় ডিপিপি সংস্থান অনুযায়ী বিতরন লাইন নির্মান ও পুনর্বাসন কাজের 80% মালামাল ক্রয়ের চুক্তি সম্পন্ন হয়েছে । অবশিষ্ট মালামাল ক্রয়কাজ ডিসেম্বর 2021 মাসের মধ্যে সমাপ্ত হবে । ৫। প্রকল্পের অঙ্গভিত্তিক লক্ষ্যমাত্রা ও অগ্রগতি
ক্র : নং কার্যক্রম ডিপিপি অনুযায়ী জিওবি বরাদ্দ ( লক্ষ টাকা ) প্রকল্পের শুরু হতে জুন ২০ ২1 পর্যন্ত ক্রমপুঞ্জিত অগ্রগতি ( লক্ষ টাকা ) ২০21 - ২2 অর্থ বছরের লক্ষ্যমাত্রা ( লক্ষ টাকা ) ২০21 - ২2 অর্থ বছরের জুলাই , ২০ ২1 পর্যন্ত অর্জন ( লক্ষ টাকা ) মন্তব্য 1 2 3 4 5 6 7 iii. লাইন নির্মান ব্যয় ( নতুন ২৪০৮.৯২ কি:মি : + পুনর্বাসন ২৩৯০.২৪ কি:মি : = ৪৭৯৯.১৬ কি:মি : এবং 2530টি বিতরন ট্রান্সফর্মার স্থাপন কাজ ) ৯০১০.৭৯ 1907.46 (21.17%) ( নতুন 1572.0 কি:মি : + পুনর্বাসন 872.7 কি:মি : = 2444.7 কি:মি : এবং 888 টি বিতরন ট্রান্সফর্মার ) 1500.০০ ( নতুন 836.92কি:মি: + পুনর্বাসন 1517.54 কি:মি : = 2354.46 কি:মি : এবং 1642 টি বিতরন ট্রান্সফর্মার ) - প্রকল্পের আওতায় ডিপিপির সংস্থান অনুযায়ী সকল বিতরন লাইন নির্মান ও পুনর্বাসন কাজের চুক্তি সম্পন্ন হয়েছে । জুলাই 2021 মাস পর্যন্ত নতুন ২৪০৮.৯২ কি:মি : এর মধ্যে 1572.0 কি:মি : (65.26%) নির্মান এবং 2390.24 কি:মি : এর মধ্যে 872.7 কি:মি (36.51%) পুনর্বাসন সম্পন্ন হয়েছে । ডিপিপি’র সংস্থানকৃত ২৫৩০ টি বিতরন ট্রান্সফর্মার এর মধ্যে 900 টি বিতরন ট্রান্সফর্মার ক্রয় করা হয়েছে এবং 888 টি স্থাপন করা হয়েছে । বিতরন লাইন নির্মান ও পুনর্বাসন কাজে প্রয়োজনীয় পোল (৯ মি : ও ১২মি:) এবং বিতরন ট্রান্সফর্মার (200 এবং 250 কেভিএ ) ক্রয় কাজের ক্ষেত্রে প্রকল্প হতে যথাসময়ে উদ্যোগ নেয়া হলেও প্রাক্কলন ও প্রাপ্ত দর অনুমোদনে যথাযথ কতৃপক্ষের ( পরিচালনা পর্ষদ ) নিকটে উপস্থাপনে বিলম্বের জন্য চুক্তি স্বাক্ষর বিলম্বিত হয়েছে । পোলের জন্য 30.06.2021 ইং তারিখে এবং বিতরন ট্রান্সফর্মারের জন্য 07.07.2021 ইং তারিখে চুক্তি সম্পাদিত হয়েছে । বিতরন লাইন নির্মান ও পুনর্বাসন কাজে মালামালের ঘাটতির জন্য ইতিপূর্বে সম্পাদিত চুক্তির কার্য সম্পাদনের মেয়াদ বৃদ্ধির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে । উল্লেখ্য মালামালের ঘাটতির কারনে কতিপয় চুক্তি’র কাজ শুরুই করা সম্ভব হয়নি ।
ক্র : নং কার্যক্রম ডিপিপি অনুযায়ী জিওবি বরাদ্দ ( লক্ষ টাকা ) প্রকল্পের শুরু হতে জুন ২০ ২1 পর্যন্ত ক্রমপুঞ্জিত অগ্রগতি ( লক্ষ টাকা ) ২০21 - ২2 অর্থ বছরের লক্ষ্যমাত্রা ( লক্ষ টাকা ) ২০21 - ২2 অর্থ বছরের জুলাই , ২০ ২1 পর্যন্ত অর্জন ( লক্ষ টাকা ) মন্তব্য 1 2 3 4 5 6 7 iv. পূর্তকাজ ( আবাসিক / অনাবাসিক / অন্যান্য ) (53278.81 বর্গ মি :) ৯৮৯৬.৮৩ 616.75 (6.23%) (5350 বর্গ মি :) 500.০০ (10000.00 বর্গ মি :) - প্রকল্পের আওতায় পূর্ত স্থাপনা নির্মান কাজে সিস্টেম আর্কিটেক্টস ঢাকা নামীয় পরামর্শক প্রতিষ্ঠানের সাথে ১৪’ জুলাই 2020 ইং তারিখে চুক্তি সম্পন্ন হয়েছে । পরামর্শক প্রতিষ্ঠান কর্তৃক নির্মিতব্য অফিস ভবনের দাখিলকৃত আর্কিটেকচারাল ডিজাইনে বিভিন্ন সময়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের চাহিদার প্রেক্ষিতে সংশোধনের প্রয়োজন হয়েছে এবং চুড়ান্ত আর্কিটেকচারাল ডিজাইন 13.06.2021 ইং তারিখে অনুমোদিত হয়েছে । অফিস ভবন নির্মান কাজে পরামর্শক প্রতিষ্ঠান কর্তৃক দাখিলকৃত প্রয়োজনীয় অন্যান্য সকল ড্রইং অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে । পরামর্শক প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কাজের প্রাক্কলনসহ দরপত্র দলিল আগষ্ট 2021 ইং মাসে দাখিল করবে মর্মে অবহিত করেছে । এছাড়াও ওজোপাডিকোর সদর দপ্তর ক্যাম্পাসে আধুনিক মান সম্মত চারতলা বিশিষ্ট রেস্ট হাউজ নির্মানের জন্য ভাস্তুকল্প আর্কিটেক্টস লি : খুলনা নামীয় পরামর্শক প্রতিষ্ঠানের সাথে 28.03.2021ইং তারিখে চুক্তি সম্পাদিত হয়েছে । পরামর্শক প্রতিণ্ঠান আর্কিটেকচারাল ডিজাইন ও সয়েল টেষ্ট সম্পন্ন হয়েছে এবং সংশ্লিষ্ট কাজের সকল ড্রইং , প্রাক্কলন ও দরপত্র দলিল সেপ্টেম্বর 2021 মাসে দাখিল করবে মর্মে অবহিত করেছে । প্রকল্পের আওতায় অন্যান্য পূর্তকাজ ( ড্রেন , সীমানা প্রাচীর , রাস্তা ইত্যাদি ) বাবদ ডিপিপি’র সংস্থানকৃত 1520.42 লক্ষ টাকার মধ্যে 1256.1 লক্ষ টাকার চুক্তি সম্পন্ন হয়েছে এবং ৫০% কাজ সমাপ্ত হয়েছে । চুক্তিবদ্ধ সমুদয় কাজ ডিসেম্বর 2021 মাসের মধ্যে সমাপ্ত হবে ।
ক্র : নং কার্যক্রম ডিপিপি অনুযায়ী জিওবি বরাদ্দ ( লক্ষ টাকা ) প্রকল্পের শুরু হতে জুন ২০ ২1 পর্যন্ত ক্রমপুঞ্জিত অগ্রগতি ( লক্ষ টাকা ) ২০21 - ২2 অর্থ বছরের লক্ষ্যমাত্রা ( লক্ষ টাকা ) ২০21 - ২2 অর্থ বছরের জুলাই , ২০ ২1 পর্যন্ত অর্জন ( লক্ষ টাকা ) মন্তব্য 1 2 3 4 5 6 7 v. পরামর্শক সেবা ২৭১.৮৬ 84.53 (31.09%) 75.0 - প্রকল্পের আওতায় নিয়োজনকৃত ইঞ্জিনিয়ার্স এসোসিয়েটস লি: ঢাকা নামীয় পরামর্শক প্রতিষ্ঠান কর্তৃক বিতরন লাইন নির্মান ও পুনর্বাসনের সুপারভিশন কাজ চলমান আছে। ৬। প্রকল্প বাস্তবায়নে সমস্যা : ১। প্রকল্পের নির্ধারিত সময়ে পূর্ত কাজ সম্পন্ন করা আলোচ্য প্রকল্পের প্রধান চ্যালেঞ্জ ।