নিয়মাবলী বাছাই পর্বে মোট ১০ টি প্রশ্ন থাকবে । প্রতি সঠিক উত্তরের জন্য ২ নম্বর । ভুল উত্তরের জন্য কোনও নম্বর কাটা যাবেনা । ৮ টি দল মূল পর্বে উত্তীর্ণ হবে । কুইজ মাস্টারের সিদ্ধান্ত চূড়ান্ত । সকলের জন্য শুভেচ্ছা রইল ।
প্রশ্ন ১ একটি মত অনুসারে , নদীয়ার মহারাজা কৃষ্ণচন্দ্রের রানীর নামে এই স্থানের নামকরন হয়েছিল । সম্রাট আকবরের সেনাপতি __ টোডরমলের নামেও এই অঞ্চলের নামকরন হয়েছিল বলে অনেকে মনে করেন । তবে জনপ্রিয় মতে , এক দোর্দণ্ড প্রতাপ ডাকাতের নামে এই স্থানের নামকরন হয়েছে বলে সর্বজনবিদিত । কোন স্থানের কথা বলা হল ?
প্রশ্ন ২ ভুবনেশ্বরী দেবী তাঁর প্রথম কয়েকটি সন্তানের মৃত্যু ও কন্যা সন্তানের জন্মের পর পুত্রসন্তান কামনায় তিনি তাঁর এক কাশী বাসিনী আত্মীয়াকে দিয়ে কাশীর বিশ্বনাথ মন্দিরে নিত্য পূজা দেওয়ার ব্যবস্থা করান। এরপরই এক পুত্রের জন্ম হওয়ায় তাঁর বিশ্বাস হয় যে, তিনি শিবের কৃপায় পুত্রলাভ করেছেন। কে সেই বিখ্যাত সন্তান ?
প্রশ্ন ৩ ভারতবর্ষের তিনটি সর্বোচ্চ বেসামরিক সন্মাননা পদক এগুলি । একত্রে এই পুরস্কার কি নামে পরিচিত ?
প্রশ্ন ৪ কোন বিখ্যাত ভারতীয়কে দেখছি ?
প্রশ্ন ৫ সিনেমার নাম কি ?
প্রশ্ন ৬ এক পৌরাণিক চরিত্র দশ দিকে রথ চালনা করতে পারতেন । তার তিন পত্নী ছিলেন । তাদের চার পুত্র এবং এক কন্যা ছিল । পুত্রদের নাম X, ভরত , Y, শত্রুঘ্ন এবং কন্যার নাম ছিল শান্তা । বাকী দুই পুত্রের নাম কী কী ?
প্রশ্ন ৮ অনেকেই মনে করেন X নামে নির্দিষ্ট কেউ ছিলেন না। জন্ম কত বঙ্গাব্দে তা কোথাও লেখা নেই। তার জন্মস্থানের পক্ষেও কোনো নথি নেই, কৃষ্ণনগরের বাসিন্দা হিসেবে তার সম্পত্তির কিংবা জায়গা-জমির কোনো প্রমাণ পাওয়া যায় না। নগেন্দ্রনাথ দাসের মতে তার পদবী ছিল 'নাই’। আচার্য সুকুমার সেনের মতে ইনি একজন কাল্পনিক ব্যক্তি । কার কথা বলা হচ্ছে ?
প্রশ্ন ৯ ২০০৬ সালে Forbes ম্যাগাজিন একটি তালিকা প্রকাশ করে , যার বিষয় ছিল ‘ ধনী কাল্পনিক চরিত্র ।’ এই তালিকায় অনেক জনপ্রিয় কাল্পনিক চরিত্র ছিল । কিন্তু তারা এই তালিকার প্রথম নামটি পরিবর্তন করে দেয় । কারন বহু শিশু কিশোর চিঠি দিয়ে জানায় যে X কোনও কাল্পনিক চরিত্র নয় । সে বাস্তবে রয়েছে এবং তার আসল নাম সেন্ট নিকোলাস । প্রতিবছর ডিসেম্বর মাসে এই চরিত্র সারা বিশ্বের শিশুদের কাছ থেকে প্রচুর চিঠি পায় । কোন চরিত্রের কথা বলছি ?
প্রশ্ন ১০ সিনেমার নাম কী / ননীচোরা দাস বাউল এর পেশা কী ?
কুইজ প্রতিযোগিতা মূল পর্ব রানাঘাট লালগোপাল উচ্চ বিদ্যালয়
নিয়মাবলী মূল পর্বে মোট ১৬ টি প্রশ্ন । ১ টি লিখিত রাউন্ড । সরাসরি এবং বোনাস প্রশ্নের জন্য ১০/০ নম্বর । পাউন্সের জন্য ১০/-৫ নম্বর । পাউন্স ব্যতীত অন্য কোনও প্রশ্নে মাইনাস হবেনা । কুইজ মাস্টারের সিদ্ধান্ত চূড়ান্ত । সকলের জন্য শুভেচ্ছা রইল ।
প্রশ্ন ১ বাংলা ও হিন্দি সিনেমার বিখ্যাত অভিনেত্রী রাখী মজুমদার। প্রখ্যাত কবি, গীতিকার, পরিচালক গুলজারের সাথে বিয়ের পর তিনি রাখী গুলজার নামে পরিচিতি পান। ১৩৫৪ বঙ্গাব্দের ২৯ শে শ্রাবণ , শুক্রবার, নদীয়ার রানাঘাটে জন্মগ্রহণ করেন তিনি । ইতিহাসে দিনটির বিশেষত্ব কী?
উত্তর দেখে নিই …
প্রশ্ন ২ ১৯৫৮ সালে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের ভূতত্ত্ববিদরা একটি ৪৭ ফুট লম্বা সোরোপড ডাইনোসর আবিষ্কার করেন, যা ১৯৬০ - ৬১ সালে খনন করা হয়। ডাইনোসরটির নাম রাখা হয় Barapasaurus Tagore i ( বারাপাসরাস টেগোরাই)। কঙ্কালটি বর্তমানে কলকাতার ISI ভূতত্ত্ব জাদুঘরে সংরক্ষিত আছে। কোন বিখ্যাত বাঙালির জন্মশতবর্ষ উপলক্ষে এই জীবাশ্মটির নামকরণ করা হয়েছিল।
উত্তর দেখে নিই …
প্রশ্ন ৩ ২০১২ সালের ৩রা সেপ্টেম্বর , জাপান সরকার X কে কাওাসাকি শহরের বাসিন্দা হিসেবে স্বীকৃতি দেয় , তার জন্মের ১০০ বছর আগে । সেই বছরেই হংকং X এর জন্মদিন পালন করে । ২০১৬ সালে Summer Olympics এর সমাপ্তি অনুস্থানে একে দেখা যায় , যে ২০২০ সালের টোকিও অলিম্পিকের Ambassador হয়েছিল । X এর আছে যেখানে খুশি যাওয়ার দরজা , ডেভিল কার্ড , টাইম মেসিন , বিগ লাইট , টাইম ক্লথ , ড্রিম টিভি , ভুমিকম্প যন্ত্র প্রভৃতি । কোন জনপ্রিয় চরিত্রের কথা বলছি ?
উত্তর দেখে নিই …
প্রশ্ন ৪ কবিতার নাম কী ? কে লিখেছেন ?
উত্তর দেখে নিই …
প্রশ্ন ৫ একটি সাধারন কাজ করার জন্য এই যন্ত্রগুলি আবিষ্কৃত হয়েছিল । তার আগে এই কাজ করার জন্য ছুরি ব্যবহৃত হত । এটি তৈরির সূচনা হয় ফ্রান্সে । ১৮২২ সালের একটি ফরাসি বইতে মি সি এ বুশের একটি আবিস্কারের বিস্তারিত বর্ণনা রয়েছে । বর্তমানে এটি আরও উন্নত হয়েছে এবং কাজটি সহজেই করা যায় । ছাত্রছাত্রীদের মধ্যে এটির ব্যাপক ব্যবহার দেখা যায় । কীসের কথা বলা হল ?
উত্তর দেখে নিই …
প্রশ্ন ৬ A Century is Not Enough: My Roller-Coaster Ride to Success বইটি ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক X এর আত্মজীবনী, যা সাংবাদিক গৌতম ভট্টাচার্য-এর সঙ্গে যৌথভাবে লেখা। বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৮ সালে । কার আত্মজীবনী এটি ?
উত্তর দেখে নিই …
প্রশ্ন ৭ এরা আকারে বড় এবং সবল, দৈর্ঘ্য প্রায় ২.৭ থেকে ৩.১ মিটার পর্যন্ত হয়। রং কমলা ও কালো । প্রধানত ম্যানগ্রোভ অরণ্যে বসবাস। ২০২২ সালের হিসাবে, ভারতে এদের সংখ্যা আনুমানিক ৩,৬৮২টি, নেপালে ৩৫৫টি, ভুটানে ১৩১টি এবং বাংলাদেশে প্রায় ১১৪টি। কাদের কথা বলছি, যাদের চতুর্থ শ্রেণীর পাঠ্যপুস্তকে 'বড়ে মিয়া' ( Barre Miya) নামে অভিহিত করা হয়েছে?
উত্তর দেখে নিই …
প্রশ্ন ৮ ভারতের ‘ সোনার ছেলে ’ কে এই খেলোয়াড় ?
উত্তর দেখে নিই …
Written round
নিয়মাবলী পাঁচজন বাঙালী স্বাধীনতা সংগ্রামীর ছবি থাকবে । প্রত্যেককে চিনতে হবে । প্রতি সঠিক উত্তরের জন্য ৫ নম্বর । সবগুলি পারলে আরও ৫ নম্বর বেশি দেওয়া হবে । মোট ৩০ নম্বর । সময় ৩ মিনিট । কোনও নেগেটিভ নেই ।
প্রশ্ন ৯ ১৯৬৪ সালে কার্টুনিস্ট নারায়ন দেবনাথ , বিখ্যাত কমিকস চরিত্র ডেসপারেট ড্যান থেকে বাংলায় একটি চরিত্র তৈরি করেন। তাঁর বন্ধু বিখ্যাত বডিবিল্ডার মনোহর আইচ ছিলেন তার অনুপ্রেরণা। কোন চরিত্র?
উত্তর দেখে নিই …
প্রশ্ন ১০ সারা বিশ্বের অন্যান্য দেশের পতাকাগুলি আয়তাকার হলেও এটি একমাত্র অ- আয়তাকার পতাকা । পতাকার আকৃতি এসেছে হিন্দু ও বৌদ্ধ ধর্মীয় প্রতীক থেকে । ১৯৬২ সালে রাজা মহেন্দ্রর অনুরোধে শঙ্কর নাথ রিমল এই পতাকার নকশা তৈরি করেন । আমাদের কোন প্রতিবেশী দেশের পতাকা এটি ?
উত্তর দেখে নিই …
প্রশ্ন ১১ প্রাচীন গ্রিস দেশের এই মানুষটি ছিলেন একজন ক্রীতদাস । মানুষ হিসাবে তিনি ছিলেন অতি জ্ঞানী। তাঁর আশপাশের সমস্ত লোকজনের খুঁটিয়ে লক্ষ্য করতেন তিনি, তারপর তাদেরই দোষ আর গুণ নিয়ে বানাতেন গল্প। তার গল্পের চরিত্রগুলিও অধিকাংশ ক্ষেত্রেই মানুষ নয়, পশুপাখি । তার নীতিগল্প পৃথিবীর নানা দেশে নানা ভাষায় অনূদিত হয়েছে। কার কথা বলা হলো?
উত্তর দেখে নিই …
প্রশ্ন ১২ সিনেমার নাম কী ?
উত্তর দেখে নিই …
প্রশ্ন ১৩ X: The Little Girl at the Window হলো জাপানি লেখিকা তেতসুকো কুরোইয়ানাগি ’ র লেখা একটি আত্মজীবনীমূলক গ্রন্থ। বইটি প্রথম প্রকাশিত হয় ১৯৮১ সালে এবং ভীষণ জনপ্রিয় হয়ে ওঠে। বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় এটি অনুদিত হয় । বাংলায় এটির অনুবাদ করেন গায়িকা মৌসুমি ভৌমিক । কি নাম এই বইটির ?
উত্তর দেখে নিই …
প্রশ্ন ১৪ ছবিগুলোর মধ্যে মিল কী ?
উত্তর দেখে নিই …
বাহন মা দুর্গা – সিংহ দেবী লক্ষ্মী – পেঁচা দেবী সরস্বতী – রাজহাঁস গনেশ – ইঁদুর কার্ত্তিক – ময়ূর
প্রশ্ন ১৫ কবি অরুণ চক্রবর্তী একবার শ্রীরামপুর স্টেশনের পাশে একটি মহুয়া ফুলের গাছ দেখতে পান। এখানে গাছটিকে দেখে তার বড্ড বেমানান মনে হয়েছিল। তার মনে হয়েছিল গাছটির একটি বিশেষ অঞ্চলে যাওয়া উচিত৷ তাকে তো সেখানেই মানায়। এরপর তিনি এটি নিয়ে একটি কবিতা লেখেন৷ ১৯৭৯ সালে প্রচলিত সুরে সুভাষ চক্রবর্তী গান রেকর্ড করেন। এই ভাবে কোন জনপ্রিয় লোকগানের জন্ম হল ?